যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
যুব ও ক্রীড়া মন্ত্রক জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২২এর আবেদন জমা দেওয়ার সময় বাড়িয়েছে
আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা ২৭ তারিখ থেকে বাড়িয়ে পয়লা অক্টোবর করা হল
Posted On:
28 SEP 2022 11:03AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর, ২০২২
যুব ও ক্রীড়া মন্ত্রক জাতীয় ক্রীড়া পুরস্কার ২০২২এর জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময় বাড়িয়েছে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, ধ্যানচাঁদ পুরস্কার, রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার এবং মৌলানা আবুল কালাম আজাদ পুরস্কারের জন্য ২০২২ সালের ২৭ আগস্ট আবেদনপত্র চেয়ে বিবৃতি জারি হয়েছিল। মন্ত্রকের ওয়েবসাইট www.yas.nic.in. এই বিবৃতি দেওয়া হয়।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ সীমা ২৭ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ২০২২এর পয়লা অক্টোবর (শনিবার) করা হয়েছে। যোগ্য ক্রীড়া ব্যক্তিত্ব/প্রশিক্ষক/প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয়গুলিকে এই পুরস্কারের জন্য মনোনয়নপত্র দাখিল করতে আহ্বান জানানো হয়েছে। অনলাইনে নির্দিষ্ট পোর্টালে নিজেকেই আবেদন করতে হবে। তবে পয়লা অক্টোবর শনিবারের পরে পাওয়া মনোনয়নপত্র গ্রাহ্য হবে না।
PG/PM/NS
(Release ID: 1863030)
Visitor Counter : 131