নারীওশিশুবিকাশমন্ত্রক

পোষণ অভিযান ২০২২:সারা দেশে টেস্ট, ট্রিট, ট্রিটমেন্ট বা পরীক্ষা, চিকিৎসা, আলোচনা-টি৩ শিবির আয়োজন, আইএফএ বন্টন, আলোচনা সভা, ওয়েবিনার, কুইজ, রক্তাল্পতার জন্য আয়ুষ ইত্যাদি নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে

Posted On: 27 SEP 2022 1:06PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭  সেপ্টেম্বর, ২০২২

 

চলতি পোষণ মাস ২০২২এ শিশু, কিশোরী, গর্ভবতী ও স্তন্যদায়ী মায়ের রক্তাল্পতা প্রতিরোধে সারা দেশে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে আছে পরীক্ষা, চিকিৎসা, আলোচনা-টি৩ শিবির আয়োজন, আইএফএ বন্টন, আলোচনা সভা, ওয়েবিনার, কুইজ এবং রন্ধন প্রণালী প্রতিযোগিতা। এছাড়াও সারা দেশে সচেতনতা বাড়াতে  র‍্যালিরও আয়োজন করা হয়।

রক্তাল্পতা হচ্ছে এমন একটি অবস্থা যখন রক্তে লোহিত কণিকা অনবরত তাদের অক্সিজেন বহন করার ক্ষমতা হারাতে থাকে ও শরীরের চাহিদা পূরণে অসমর্থ হয়।

আয়রণের অভার দূর করতে খাদ্যাভ্যাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রক্তাল্পতার রোগ থাকলে শরীরে আয়রনের অভাব দেখা দেয়। খাবারে আয়রনের পরিমান বাড়িয়ে খুব সহজেই এর চিকিৎসা করা যায়। সাধারণ মানুষের ক্ষেত্রে আয়নের অভাব দূর করতে স্বাস্থ্যকর পরিবেশ এবং খাবার তালিকায় সুষম খাদ্য থাকা বিশেষ গুরুত্বপূর্ণ।

রক্তাল্পতা প্রতিরোধের কৌশলগত অংশীদারিত্ব হিসেবে ভারত সরকার বিভিন্ন রাজ্যে নানান কর্মসূচির মাধ্যমে সুষম খাদ্য বন্টনের ব্যবস্থা গ্রহণ করেছে।

সামাজিক আচার-ব্যবহার পরিবর্তন এবং জন-আন্দোলনের আওতায় যোগাযোগ বাড়াতে ২০২২ সালের পোষণ পখওয়াড়া-য় ৬২৭৮টি রক্তাল্পতা শিবির নগর ও বস্তি এলাকায় ১৮৫৩টি আউটরিচ কর্মসূচি, পড়ুয়াদের জন্য ৮৫৫টি কুইজ প্রতিযোগিতা এবং রক্তাল্পতা বিষয়ক আরও ১ লক্ষ ৬৩ হাজার ৪৩৬টি কর্মসূচির আয়োজন করা হয়।

এটি উল্লেখ করা বিশেষ প্রয়োজনীয় যে শিশু ও নারী কল্যাণ মন্ত্রক এবং আয়ুষ মন্ত্রক যৌথভাবে ২০২২ সালের পোষণ পখওয়াড়া-য় ১২ লক্ষ ৭৭ হাজার বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে।

পোষণ মাস ২০২১ সালে রক্তাল্পতার জন্য আয়ুষ চিকিৎসা বিষয়ক ২৭ লক্ষ ৫৫ হাজার ৯০৫টি কর্মসূচির আয়োজন করা হয়।

পোষণ অভিযান হল এমন এক কর্মসূচি যা পুষ্টির অভাব পূরণে সহায়ক হয়। বিভিন্ন কৌশলগত পদক্ষেপের মাধ্যমে পোষণ অভিযান সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সহ অন্যান্য মন্ত্রকগুলি বিশেষ অভিযান চালাচ্ছে।

পোষণ অভিযানের আওতায় জন-অংশীদারিত্ব মজবুত করার ওপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে। উপভোক্তাদের স্বশক্তিকরণ, তাদের আচরণগত পরিবর্তন এবং সুষম খাদ্যাভ্যাসের জন্য অভিযান চালানোর ওপর জোর দেওয়া হচ্ছে। রোগ কমাতে সুষম খাদ্যের গুরুত্বের দেওয়া হচ্ছে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আয়রনের অভাব কমাতে লোহার বাসনে খাবার রান্না করার পন্থা-পদ্ধতি নিয়ে আলোচনা করছে। এছাড়া আর্য়ুবেদ সামগ্রী ও সহায়ক পুষ্টির মাধ্যমে রক্তাল্পতার সমস্যা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালানো হচ্ছে।

 

PG/PM/NS



(Release ID: 1863012) Visitor Counter : 150