আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

স্বচ্ছ অমৃত মহোৎসব


আবাসন ও নগরোন্নয় মন্ত্রক বর্জ্য পদার্থ থেকে খেলনা তৈরির প্রতিযোগিতা ‘স্বচ্ছ টয়কথন’-এর সূচনা করেছে

Posted On: 26 SEP 2022 3:33PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৬ সেপ্টেম্বর, ২০২২

 

খেলনা শিল্পকে পরিবেশ বান্ধব করে তোলার জন্য প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন তাতে সাড়া দিয়ে আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক খেলনা ক্ষেত্রেও তা বিস্তার করার উদ্দেশ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। খেলনার জন্য জাতীয় অ্যাকশন পরিকল্পনা অনুযায়ী বর্জ্য থেকে খেলনা তৈরির প্রতিযোগিতা স্বচ্ছ টয়কথন-এর আয়োজন করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর সেবা দিবস থেকে দোসরা দিবস স্বচ্ছতা দিবস পর্যন্ত চলা স্বচ্ছ অমৃত মহোৎসব পক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আবাসন ও নগরোন্নয় সচিব শ্রী মনোজ যোশী এই স্বচ্ছ টয়কথন-এর সূচনা করেন।

অনুষ্ঠানে মনোজ যোশী বলেন, খেলনার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন নতুন উদ্ভাবন ব্যবস্থা নিয়ে এগিয়ে আসবে সৃজনশীল মানুষ এমনটাই আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে ভাষণ দেন আইআইটি গান্ধীনগরের অধ্যাপক উদয় আঠ ভানকর এবং প্রফেসর মনীশ জৈন। টয় ব্যাঙ্কের প্রতিনিধি শ্রীমতী বিদ্যুন গোয়েল খেলনার নকশা এবং এই শিল্পের নানা দিক নিয়ে আলোচনা করেন।

স্বচ্ছ টয়কথন-এর বিষয়ে মন্ত্রকের যুগ্ম সচিব শ্রীমতী রূপা মিশ্র এই প্রতিযোগিতার সাফল্য কামনা করে স্বচ্ছ টয়কথন-এর বিষয়ে বিস্তারিত জানান।

স্বচ্ছ টয়কথন একটি জাতীয় স্তরের প্রতিযোগিতা। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এতে অংশ নিতে পারেন। তিনটি মূল বিষয়ের ওপর খেলনা তৈরি করতে হবে। ১) মজার সঙ্গে শিখুন, ২) ব্যবহার করুন ও উপভোগ করুন এবং ৩) নতুন ও পুরনো। বর্জ্য বা পুনর্ব্যবহারযোগ্য এবং পরিবেশ বান্ধব সামগ্রী থেকে খেলনাগুলি তৈরি করতে হবে। আবেদনকারীরা ২৬ সেপ্টেম্বর থেকে ১১ নভেম্বরের মধ্যে https://innivateindia.mygov.in/swachh-toycathon/ এই ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে পারবেন। আবেদনপত্র বাছাইয়ের কাজ ৩০ নভেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা। মূল্যায়ণ প্রক্রিয়া সম্পন্ন হবে ডিসেম্বর মাসের মধ্যে। খেলনার নকশা, সুরক্ষা দিক, বর্জ্য পদার্থের ব্যবহার, সামাজিক গুরুত্ব, ভবিষ্যতের পরিবেশের ওপর এর প্রভাব এই বিষয়গুলির ওপর ভিত্তি করে মূল্যায়ণ করা হবে।

প্রতি বিভাগ থেকে প্রথম তিন জনকে জাতীয় স্তরে শংসাপত্র দেওয়া হবে এবং তাদের জন্য আইআইটি গান্ধীনগরে সৃজনশীল পাঠক্রমের কর্মশালার আয়োজন করা হবে। আইআইটি কানপুর, বিজয়ী স্টার্টআপ বা ব্যক্তিকে বিশেষ সহায়তা দেবে।

 

PG/PM /NS


(Release ID: 1863005) Visitor Counter : 152