রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় রেল ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের বড় আকারে প্রসার ঘটাচ্ছে

Posted On: 22 SEP 2022 11:55AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২২

ভারতীয় রেলে ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের প্রসার ঘটাতে রেল স্টেশনগুলিতে কেটারিং ইউনিটের মাধ্যমে খাদ্যদ্রব্য ক্রয়ের জন্য ডিজিটাল লেনদেনকে উৎসাহ দেওয়া হচ্ছে এবং ৮,৮৭৮টি স্থায়ী ইউনিটে ডিজিটাল পেমেন্টের সুবিধা রয়েছে। এছাড়াও, হ্যান্ডহেলড পিওএস মেশিন রাখা হচ্ছে কেটারিং ইউনিটগুলিতে ছাপানো বিল এবং ইনভয়েস দেওয়ার জন্য। এতে লেনদেনের সম্পূর্ণ বিবরণ পাওয়া যাবে এবং অতিরিক্ত মাশুল নেওয়ার অভিযোগে সমাধান করা যাবে। বর্তমানে ৩,০৮১টি পিওএস মেশিন পাওয়া যাচ্ছে ৫৯৬টি ট্রেনে। ৪,৩১৬টি স্থায়ী ইউনিটকে পিওএস মেশিন দেওয়া হয়েছে।

ট্রেনে যাত্রীদের পছন্দের পরিধি বাড়াতে ভারতীয় রেলের ই-কেটারিং সার্ভিসের সূচনা হয়েছে। ই-কেটারিং সার্ভিসের ব্যবস্থাপনায় আছে আইআরসিটিসি। যাত্রীরা ই-টিকিট বুকিং করার সময়েই তাঁদের পছন্দের খাবারের অর্ডার আগেই দিতে পারেন অথবা যাত্রার সময় ট্রেনে বসে ‘১৩২৩’ নম্বরে কল করে অ্যাপ / কল সেন্টার / ওয়েবসাইট ব্যবহার করে খাবারের অর্ডার দিতে পারেন। ই-কেটারিং পরিষেবা বর্তমানে ৩১০টি রেলওয়ে স্টেশনে পাওয়া যাচ্ছে। প্রতিদিন গড়ে ৪১,৮৪৪টি মিল সরবরাহ করা হচ্ছে।


PG/AP/DM


(Release ID: 1861516) Visitor Counter : 189