কেন্দ্রীয়মন্ত্রিসভা

প্রধানমন্ত্রী গতিশক্তি কর্মসূচির বাস্তবায়নে রেলের জমি দীর্ঘমেয়াদে লিজ দেওয়ার প্রস্তাব অনুমোদিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে


এরফলে রেলের রাজস্ব উপার্জন বৃদ্ধির পাশাপাশি অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ১ লক্ষ ২০ হাজার

Posted On: 07 SEP 2022 3:58PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৭ সেপ্টেম্বর, ২০২২

 

প্রধানমন্ত্রী গতিশক্তি কর্মসূচিটির বাস্তবায়নের লক্ষ্যে রেলের জমি সংক্রান্ত নীতি সংশোধনের প্রস্তাব অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।

প্রস্তাবটি অনুমোদিত হওয়ার ফলে রেলের মাল পরিবহণ ব্যবস্থার প্রসার ও উন্নয়ন যেমন ত্বরান্বিত হবে তেমনই রেলের রাজস্ব খাতে আয় ও উপার্জনও বৃদ্ধি পাবে। এছাড়া গ্যাস, বিদ্যুৎ, জল, টেলি যোগাযোগের কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, পাইপলাইন, সড়ক, ফ্লাইওভার, আঞ্চলিক রেল পরিবহণ, শহরাঞ্চলের পরিবহণ ব্যবস্থা ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি প্রধানমন্ত্রী গতিশক্তি কর্মসূচির আওতায় আরও তাড়াতাড়ি অনুমোদন দেওয়া যাবে। রেলের জমি সংক্রান্ত নীতি সংশোধনের ফলে ১ লক্ষ ২০ হাজারের মতো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এই নীতি সংশোধনের ফলে সরকারকে অতিরিক্ত কোনো ব্যয়ভার বহন করতে হবে না। বরং প্রধানমন্ত্রী গতিশক্তি কর্মসূচি রূপায়ণে রেলের জমিকে দীর্ঘমেয়াদে লিজ দেওয়ার ফলে অতিরিক্ত পণ্য পরিবহণের মাধ্যমে রাজ্যস্ব উপার্জন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

 

PG/SKD/NS



(Release ID: 1857504) Visitor Counter : 159