নারীওশিশুবিকাশমন্ত্রক
নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক পঞ্চম জাতীয় পুষ্টি অভিযান মাস উদযাপন করছে
प्रविष्टि तिथि:
31 AUG 2022 10:17PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ অগাস্ট, ২০২২
ছয় বছরের কম বয়সী শিশু ও কিশোরী, গর্ভবতী মহিলা ও স্তন্যদাত্রী মহিলাদের পুষ্টির মানোন্নয়নে ভারত সরকার পোষণ অভিযান ফ্ল্যাগশিপ কর্মসূচি গ্রহণ করেছে। মিশন মোডে অপুষ্টি সমস্যা মোকাবিলায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই পোষণ অভিযান চালু করেন। এই অভিযানের মূল লক্ষ্য হ’ল – সার্বিক স্বাস্থ্যের উন্নতি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অপুষ্টিজনিত সমস্যার মোকাবিলা করা।
নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক পয়লা সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চম জাতীয় পোষণ মাস উদযাপন করছে। এবারের পোষণ মাস প্রধাণত গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে পালন করা হচ্ছে। এর মূল লক্ষ্য হ’ল – ‘মহিলা এবং স্বাস্থ্য ও বাচ্চা ও শিক্ষা’। দেশব্যাপী তৃণমূল স্তরে অপুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ছয় বছরের কম বয়সী শিশু ও কিশোরী, গর্ভবতী মহিলা ও স্তন্যদাত্রী মহিলাদের প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে। ‘সুস্থ ভারত’ গঠনের লক্ষ্য নিয়ে মূলত সরকারের এই উদ্যোগ।
পঞ্চায়েত স্তরে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। পোষণ পঞ্চায়েত কমিটি ঘনিষ্ঠভাবে তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে কাজ করবে।
অঙ্গনওয়াড়ি পরিষেবায় সুস্বাস্থ্যের জন্য অভ্যাস গড়ে তুলতে সচেতনতা কর্মসূচির আয়োজন করা হচ্ছে। বিভিন্ন রাজ্যগুলি ‘সুস্থ বালক স্পর্ধা’ কর্মসূচির আয়োজন করবে। বিভিন্ন লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মাধ্যমে এই কর্মসূচিগুলি রূপায়ণ করা হবে।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বৃষ্টির জল সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে মহিলাদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও, সুস্থ মা ও শিশুর জন্য আদিবাসী এলাকায় ঐতিহ্যবাহী খাবারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
রাজ্যগুলিতে ‘আম্মা কি রসোই’ বা ‘ঠাকুমা/দিদিমার রান্নাঘর’ – এর মাধ্যমে আমাদের ঐতিহ্যবাহী খাবারের রন্ধনপ্রণালী দেওয়ার ব্যবস্থা করা হবে।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে স্থানীয় খেলনার মাধ্যমে শিক্ষাদানের জন্য জাতীয় স্তরে খেলনা তৈরির কর্মশালার আয়োজন করা হবে।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মহিলা ও শিশু উন্নয়ন বিভাগগুলি, অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কম্যুনিটি স্বাস্থ্য কেন্দ্র, বিদ্যালয় শিক্ষা, পাঞ্চায়েতি রাজ বিভাগ ও স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে মহিলা ও শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে একাধিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
পুষ্টিসম্পন্ন ভারত গঠনের জন্য প্রধানমন্ত্রীর যে স্বপ্ন রয়েছে, তা পূরণ করতে জনআন্দোলনকে জনঅংশীদারিত্বে পরিণত করার লক্ষ্য নিয়েই পঞ্চম জাতীয় পোষণ মাস উদযাপন করা হচ্ছে।
PG/PM/SB
(रिलीज़ आईडी: 1856076)
आगंतुक पटल : 566