ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

কেন্দ্রীয় সরকার পোশাক এবং হোসিয়ারি শিল্পকে বিভিন্ন নিয়ম-বিধি থেকে মুক্ত করে সহজে ব্যবসা-বাণিজ্যের জন্য ২০১১ সালের প্যাকেটজাত সামগ্রীর আইনি পরিমাপগত নিয়মাবলীতে সংশোধন এনেছে

Posted On: 25 AUG 2022 11:56AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ আগস্ট ২০২২

পোশাক এবং হোসিয়ারি শিল্পের সহজ ব্যবসা-বাণিজ্যের জন্য উপভোক্তা বিষয়ক দপ্তর ২০১১ সালের প্যাকেটজাত সামগ্রীর আইনি পরিমাপগত নিয়মাবলীতে সংশোধন এনেছে। এর ফলে, খুচরো সামগ্রী বিক্রির ক্ষেত্রে সুবিধা হবে। গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত রেখে প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই এইসব সামগ্রী বিক্রি করা যাবে।

এখন থেকে পোশাক এবং হোসিয়ারি শিল্পের প্যাকেটজাত সামগ্রীর জন্য অভিন্ন বা জেনেরিক নাম, সামগ্রীর মোট ওজন, একক সামগ্রীর মূল্য ঘোষণা, কবে সংশ্লিষ্ট সামগ্রীটি তৈরি করা হয়েছে সে বিষয়ে তথ্য, কোন সময়ের মধ্যে এটি ব্যবহার করতে হবে এবং গ্রাহক পরিষেবা কেন্দ্রের নাম ও ঠিকানা দেওয়ার প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আবেদনের নিরিখে এই পরিবর্তন করা হল। বর্তমানে উৎপাদক সংস্থা, বাজারজাতকারী সংস্থা, আমদানিকারকের নাম ও ঠিকানা, গ্রাহক পরিষেবার ই-মেল ঠিকানা ও ফোন নম্বর, সংশ্লিষ্ট পণ্যসামগ্রীর আন্তর্জাতিক স্তরে স্বীকৃত নিয়ম অনুসারে পরিমাপ এবং সর্বোচ্চ খুচরো মূল্য সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য গ্রাহকদের দিলেই চলবে।


PG/CB/DM



(Release ID: 1854435) Visitor Counter : 206