প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

আগামী ২৪ আগস্ট পাঞ্জাব ও হরিয়ানা সফর করবেন প্রধানমন্ত্রী

ফরিদাবাদে অমৃত হাসপাতালের উদ্বোধন করবেন তিনি; জাতির উদ্দেশে উৎসর্গ করবেন মোহালির হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র

Posted On: 22 AUG 2022 1:38PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ আগস্ট ২০২২

আগামী ২৪ আগস্ট পাঞ্জাব ও হরিয়ানা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ঐদিন স্বাস্থ্য সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে। বেলা ১১টা নাগাদ হরিয়ানার ফরিদাবাদে অমৃত হাসপাতালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি মোহালিতে গিয়ে সাহেবজাদা অজিত সিং নগর জেলার মাল্লানপুরে হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন দুপুর ২-১৫ মিনিট নাগাদ।

ফরিদাবাদে অমৃত হাসপাতাল চালু হলে জাতীয় রাজধানী অঞ্চলে আধুনিক চিকিৎসা পরিকাঠামোর সুযোগ আরও সুলভ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। মাতা অমৃতানন্দময়ী মঠ পরিচালিত এই হাসপাতালটি ২,৬০০টি শয্যাবিশিষ্ট। প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালটিতে স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কিত অত্যাধুনিক সুযোগ-সুবিধা পাওয়া যাবে। এর ফলে উপকৃত হবেন ফরিদাবাদ সহ জাতীয় রাজধানী অঞ্চলের সাধারণ মানুষ।

পাঞ্জাব ও সংশ্লিষ্ট রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অধিবাসীদের কাছে বিশ্বমানের এক ক্যান্সার চিকিৎসাকেন্দ্রের সুযোগ পৌঁছে দিতে প্রধানমন্ত্রী মোহালির সাহেবজাদা অজিত সিং নগরের মাল্লানপুরে হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রটি উৎসর্গ করবেন জাতির উদ্দেশে। ৬৬০ কোটি টাকারও বেশি বিনিয়োগের এই প্রকল্প রূপায়ণের দায়িত্বে ছিল টাটা মেমোরিয়াল সেন্টার। যে কোনো ধরনের ক্যান্সারের চিকিৎসার সমস্ত রকম অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে ৩০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালটিতে। সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি এবং বোন ম্যার ট্রান্সপ্ল্যান্টের যাবতীয় আধুনিক প্রযুক্তিগত ব্যবস্থায় সাজিয়ে তোলা হয়েছে এই চিকিৎসা কেন্দ্রটিকে। সংশ্লিষ্ট অঞ্চলে ক্যান্সার চিকিৎসার এক বিশেষ গন্তব্য রূপে চিহ্নিত হবে এই হাসপাতালটি। আবার এরই একটি অন্যতম ক্ষুদ্র শাখা-কেন্দ্র রূপে কাজ করবে সাংগ্রুর-এর ১০০ শয্যার একটি হাসপাতাল।

PG/SKD/DM


(Release ID: 1853598) Visitor Counter : 168