স্বরাষ্ট্র মন্ত্রক

বিভিন্ন পুরস্কারের মনোনয়নের জন্য রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল

Posted On: 22 AUG 2022 12:28PM by PIB Kolkata

 

নয়াদিল্লি, ২২ অগাস্ট, ২০২২

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক/দপ্তর/সংস্থার সবধরনের পুরস্কারের মনোনয়ন যে কোনও ব্যক্তি বা সংস্থা এখন করতে পারে। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জনঅংশীদারিত্ব নিশ্চিত করতে কেন্দ্র একটি অভিন্ন রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালের সূচনা করেছে। বর্তমানে যেসব পুরস্কারগুলির মনোনয়ন বা সুপারিশ করা হচ্ছে, সেগুলি হ’ল:

১৫ নভেম্বরের মধ্যে পদ্ম সম্মান, জাতীয় গোপাল রত্ন পুরস্কার ২০২২ এবং জাতীয় জল পুরস্কার ২০২২ – এর মনোনয়ন জমা দেওয়া যাবে।

২৮ অগাস্টের মধ্যে ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ইন্ডিভিজ্যুয়াল এক্সেলেন্স ২০২১ ও ২০২২ এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য পরিষেবা প্রদানকারী সংস্থার জাতীয় পুরস্কার ২০২১ ও ২০২২ – এর মনোনয়ন জমা দেওয়া যাবে।

২৯ অগাস্টের মধ্যে প্রবীণ নাগরিকদের জন্য জাতীয় পুরস্কার বয়ঃশ্রেষ্ঠ সম্মান ২০২২ এবং মদ্যাসক্তি ও অন্যান্য মাদকাসক্তি নিবারণে অসাধারণ ভূমিকার জন্য জাতীয় পুরস্কার - এর মনোনয়ন জমা দেওয়া যাবে।

৩১ অগাস্টের মধ্যে ন্যাশনাল সিএসআর অ্যাওয়ার্ড ২০২২ এবং সুভাষ চন্দ্র বসু বিপর্যয় ব্যবস্থাপনা  পুরস্কার ২০২৩ – এর মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

৩০ সেপ্টেম্বরের মধ্যে ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন ফরেস্ট্রি এবং জীবন রক্ষক পদকের মনোনয়ন জমা দেওয়া যাবে।

৩১ অক্টোবরের মধ্যে নারী শক্তি পুরস্কার ২০২৩ – এর মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

এ ব্যাপারে বিস্তারিত জানতে https://awards.gov.in  - এই ওয়েবসাইটে ক্লিক করুন।

PG/CB/SB



(Release ID: 1853555) Visitor Counter : 152