প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

৭৬তম স্বাধীনতা দিবসে বিশ্বের নেতৃবর্গের শুভেচ্ছায় প্রধানমন্ত্রী তাঁদের ধন্যবাদ জানালেন

Posted On: 15 AUG 2022 9:45PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৫  আগস্ট, ২০২২


বিশ্ব নেতারা ভারতের ৭৬তম স্বাধীনতা দিবসে শুভেচ্ছা এবং মঙ্গল কামনা করায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁদের ধন্যবাদ জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর এক ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন;

“প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ স্বাধীনতা দিবসে আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ। ভারত-অস্ট্রেলিয়া বন্ধুত্বের সম্পর্ক সময়ের সঙ্গে পরীক্ষিত এবং তা দু-দেশের জনগণের উপকারে লেগেছে।”

মালদ্বীপের রাষ্ট্রপতির ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন;

“রাষ্ট্রপতি @ibusolih আমাদের স্বাধীনতা দিবসে আপনার শুভেচ্ছায় কৃতজ্ঞ। সুদৃঢ় ভারত-মালদ্বীপ বন্ধুত্ব নিয়ে আপনার বক্তব্যকে আমি সর্বান্তকরণে সমর্থন করি।”

ফ্রান্সের রাষ্ট্রপতির ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন;

“রাষ্ট্রপতি @EmmanuelMacron স্বাধীনতা দিবসে আপনার শুভেচ্ছা মন ছুঁয়ে গেছে। ভারত সত্যি সত্যিই ফ্রান্সের সঙ্গে গভীর সম্পর্ক চাই। বিশ্বের কল্যাণের স্বার্থেই আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক।”

ভুটানের প্রধানমন্ত্রীর ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন;

“@PMBhutan Lotay Tshering – কে স্বাধীনতা দিবসে তাঁর শুভেচ্ছায় ধন্যবাদ জানাই। নিকটতম প্রতিবেশী এবং মূল্যবান বন্ধু হিসেবে ভুটানের সঙ্গে বিশেষ সম্পর্ক সমগ্র ভারতবাসী মন থেকে চায়।”

ডোমিনিকা কমনওয়েলথ-এর প্রধানমন্ত্রীর ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন;

“আমাদের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট-এর শুভেচ্ছায় তাঁকে ধন্যবাদ জানাই। ভারত এবং ডোমিনিকা কমনওয়েলথ-এর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীদিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করছি।”

মরিশাসের প্রধানমন্ত্রীর ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন;

“প্রবীন্দ কুমার জুগনাউথ স্বাধীনতা দিবসে আপনার শুভেচ্ছায় সম্মানিত বোধ করছি। ভারত-মরিশাসের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। আমাদের দেশবাসীর স্বার্থ সংশ্লিষ্ট বিস্তৃত ক্ষেত্রে আমরা উভয় দেশ পারস্পরিক সহযোগিতা করছি।”

মাদাগাস্কারের রাষ্ট্রপতির ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী বলেন;

“রাষ্ট্রপতি আন্দ্রেই রাজোলিনা আমাদের স্বাধীনতা দিবসে আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ। একজন বিশ্বস্ত এবং উন্নয়নমূলক বন্ধু হিসেবে আমাদের জনগণের কল্যাণে ভারত সবসময় মাদাগাস্কারের সঙ্গে কাজ করবে।”

নেপালের প্রধানমন্ত্রীর ট্যুইটের উত্তরে প্রধানমন্ত্রী বলেন;

“প্রধানমন্ত্রী @SherBDeuba আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আশা করছি আগামীদিনে ভারত-নেপাল বন্ধুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাবে।”

 

PG/AB/NS


(Release ID: 1852333) Visitor Counter : 186