প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

দেশ জুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচীর কিছু উদ্যোগ, প্রধানমন্ত্রী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন

Posted On: 12 AUG 2022 9:06PM by PIB Kolkata
নতুনদিল্লী, ১২ই আগস্ট, ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচীর কিছু উদ্যোগ সকলের মধ্যে ভাগ করে নিয়েছেন। 
 
কয়েকটি ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, 
 
“দারুণ দৃশ্য! দেশের জল, স্থল ও অন্তরীক্ষে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উড়তে দেখে প্রত্যেক ভারতীয় আনন্দিত। #HarGharTiranga”
 
“এই উদ্যোগকে প্রণাম জানাই! ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকার প্রতি অতুলনীয় সম্মান প্রদর্শন ভারতীদের উৎসাহ ও উদ্দীপনার প্রতিফলন। #HarGharTiranga” 
 
“চমৎকার! এই ধরণের তিরঙ্গা যাত্রায় ভারতের ভবিষ্যৎ নেতৃবৃন্দের অংশগ্রহণ , সকলের মধ্যে দেশপ্রেম সঞ্চারিত করবে। #HarGharTiranga”
 
“বিশাখাপত্তনমের মানুষদের সমন্বিত এই উদ্যোগটি দুর্দান্ত। #HarGharTiranga র প্রতি এই উৎসাহ দারুণ লেগেছে ।“ 
 
“#HarGharTiranga” আন্দোলনকে লাদাখের এই সুন্দর প্রয়াস আরো শক্তিশালী করবে।“ 
 
 
PG/CB/

(Release ID: 1851623) Visitor Counter : 123