প্রধানমন্ত্রীরদপ্তর

জাতীয় হস্তচালিত তাঁত দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যকে শ্রদ্ধা জানিয়েছেন


প্রধানমন্ত্রী স্টার্ট-আপগুলির সঙ্গে যুক্ত যুব সম্প্রদায়কে হস্তচালিত তাঁত স্টার্ট-আপ গ্র্যান্ড চ্যালেঞ্জ-এ অংশ নিতে আহ্বান জানিয়েছেন

Posted On: 07 AUG 2022 2:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ আগস্ট, ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় হস্তচালিত তাঁত দিবস উপলক্ষে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যকে এবং যাঁরা দেশের নান্দনিক ঐতিহ্যকে লালিত করে এসেছেন – তাঁদের সকলকে শ্রদ্ধা জানিয়েছেন। শ্রী মোদী স্টার্ট-আপ-এর সঙ্গে যুক্ত যুব সম্প্রদায়কে হস্তচালিত স্টার্ট-আপ গ্র্যান্ড চ্যালেঞ্জ-এ অংশ নিতে আহ্বান জানিয়েছেন।
 
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “জাতীয় হস্তচালিত তাঁত দিবসে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য এবং যাঁরা আমাদের নান্দনিক ঐতিহ্যকে লালিত করেছেন তাঁদের শ্রদ্ধা জানাই। #MyHandloomMyPride”
 
“তাঁতের জন্য ভাবনাচিন্তা ও  উদ্ভাবনের এক অভূতপূর্ব সুযোগ। স্টার্ট-আপগুলির সঙ্গে যুক্ত যুব সম্প্রদায়ের সকল সদস্যকে এতে অংশ নেওয়ার আহ্বান জানাই …#MyHandloomMyPride।”
 
 
PG/CB/DM/


(Release ID: 1849481) Visitor Counter : 124