প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বার্মিংহাম কমনওয়েলথ গেমস্‌ – এ মহিলাদের ৬৮ কেজি বিভাগে কুস্তিতে ব্রোঞ্জ পদক জয়ের জন্য দিব্যাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

प्रविष्टि तिथि: 06 AUG 2022 12:15AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ অগাস্ট, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বার্মিংহাম কমনওয়েলথ গেমস্‌ – এ মহিলাদের ৬৮ কেজি বিভাগে কুস্তিতে ব্রোঞ্জ পদক জয়ের জন্য দিব্যাকে অভিনন্দন জানিয়েছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “কমনওয়েলথ গেমস্‌ –এ ভারতীয় কুস্তিগীরদের অসামান্য সাফল্য প্রতিফলিত হচ্ছে। ব্রোঞ্জ পদক জয়ের জন্য @DivyaWrestler ব্রোঞ্জ পদক জয় করায় আমি গর্বিত। আগামী প্রজন্ম এই সাফল্য বিশেষভাবে মনে রাখবে। দিব্যার ভবিষ্যতের জন্য জানাই শুভেচ্ছা”।

 

PG/PM/SB


(रिलीज़ आईडी: 1849169) आगंतुक पटल : 165
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam