প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

দেশবাসীকে সামাজিক মাধ্যমে তাঁদের ডিপি তিরঙ্গায় পরিবর্তন করতে প্রধানমন্ত্রীর আহ্বান

Posted On: 02 AUG 2022 10:19AM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২  আগস্ট, ২০২২
 

হর ঘর তিরঙ্গা উদযাপনকে এক যৌথ আন্দোলন হিসেবে সূচিত করতে দেশবাসীকে সামাজিক মাধ্যমে তাঁদের ডিপি তিরঙ্গায় পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন ;

“আজ এক বিশেষ ২রা আগস্ট! আমরা যখন আজাদি কা অমৃত মহোৎসব পালন করছি, তিরঙ্গা উদযাপনকে এক যৌথ আন্দোলনের রূপ দিতে সমগ্র জাতি  #হরঘরতিরঙ্গা-র লক্ষ্য নিয়েছে।”

 


PG/AB/NS


(Release ID: 1847371) Visitor Counter : 147