কেন্দ্রীয়মন্ত্রিসভা
বিএসএনএল-এর মান ও পরিষেবাকে উন্নত করতে ১.৬৪ লক্ষ কোটির পুনরুজ্জীবন প্যাকেজ
Posted On:
27 JUL 2022 5:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ জুলাই, ২০২২
আর্থিক দিক থেকে বিএসএনএল-কে চাঙ্গা করে তুলতে সংস্থার ১ লক্ষ ৬৪ হাজার কোটি টাকার পুনরুজ্জীবন প্যাকেজ আজ অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। এই প্যাকেজের আওতায় রয়েছে - বিএসএনএল পরিষেবার মানোন্নয়নে নতুন মূলধন যোগান, স্পেকট্রাম বন্টন, ব্যালেন্স শিটকে সঙ্কটমুক্ত করা এবং ভারত ব্রডব্যান্ড নিগম লিমিটেড (বিবিএনএল)-কে বিএসএনএল-এর সঙ্গে সংযুক্তির মাধ্যমে একটি শক্তিশালী ফাইবার নেটওয়ার্ক গড়ে তোলা।
উল্লেখ্য, দূরসঞ্চার ক্ষেত্রে বিএসএনএল-এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ, দেশের গ্রামাঞ্চলে দূরসঞ্চার পরিষেবার প্রসার, দেশীয় প্রযুক্তির উন্নয়ন এবং বিপর্যয় মোকাবিলায় বিএসএনএল-এর গুরুত্ব অপরিহার্য।
অনুমোদিত এই প্যাকেজের সাহায্যে একদিকে যেমন বিএসএনএল-এর বর্তমান পরিষেবার গুণগত মানের উন্নয়ন ঘটবে, অন্যদিকে তেমনই ৪জি পরিষেবা প্রসারের মাধ্যমে সংস্থার আর্থিক সম্ভাবনা বিশেষভাবে উজ্জ্বল হয়ে উঠবে। আশা করা হচ্ছে, এই পুনরুজ্জীবন প্যাকেজের ফলে বিএসএনএল আবার ঘুরে দাঁড়াবে এবং ২০২৬-২৭ অর্থবর্ষ নাগাদ একটি লাভজনক সংস্থায় পরিণত হবে।
PG/SKD/DM
(Release ID: 1845517)
Visitor Counter : 211
Read this release in:
Tamil
,
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam