স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

টাইম ম্যাগাজিনে ‘২০২২-এর বিশ্বের ৫০টি শ্রেষ্ঠ স্থান’-এর তালিকায় ভারতের প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হিসেবে আমেদাবাদ স্থান পাওয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ

Posted On: 14 JUL 2022 11:47AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ জুলাই, ২০২২

টাইম ম্যাগাজিনে ‘২০২২-এর বিশ্বের ৫০টি শ্রেষ্ঠ স্থান’-এর তালিকায় ভারতের প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হিসেবে আমেদাবাদ স্থান পাওয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ।

একাধিক ট্যুইটে শ্রী অমিত শাহ বলেছেন, “টাইম ম্যাগাজিনের ‘২০২২-এর বিশ্বের ৫০টি শ্রেষ্ঠ স্থান’-এর তালিকায় ভারতের প্রথম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য শহর হিসেবে আমেদাবাদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত প্রতিটি ভারতীয়, বিশেষ করে গুজরাটের মানুষের কাছে অত্যন্ত গর্বের বিষয়। প্রত্যেককে অভিনন্দন!”

শ্রী শাহ বলেছেন, “২০০১ থেকে শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতা গুজরাটে বিশ্বমানের পরিকাঠামো নির্মাণের ভিত গড়ে দিয়েছে। সে সবরমতী রিভার ফ্রন্ট হোক অথবা আমেদাবাদে বিজ্ঞান নগরী, শ্রী মোদী সব সময় জোর দিয়েছেন আগামী প্রজন্মের পরিকাঠামো নির্মাণে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত ভারত গঠনে।”

PG/AP/DM


(Release ID: 1841476) Visitor Counter : 190