প্রধানমন্ত্রীরদপ্তর

আগামী ১৩ই মে মধ্যপ্রদেশ স্টার্টআপ সম্মেলনে প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশ স্টার্টআপ নীতির সূচনা করবেন

Posted On: 12 MAY 2022 12:34PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ১২  মে, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ১৩-ই মে সন্ধ্যে ৭-টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্দোরে আয়োজিত মধ্যপ্রদেশ স্টার্টআপ সম্মেলনে মধ্যপ্রদেশ স্টার্টআপ নীতির সূচনা করবেন এবং স্টার্টআপ গোষ্ঠীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। তিনি একইসঙ্গে মধ্যপ্রদেশ স্টার্টআপ পোর্টালের সূচনা করবেন। এই পোর্টাল স্টার্টআপ ইকো ব্যবস্থাপনাকে সহজ ও উন্নত করতে সাহায্য করবে।

মধ্যপ্রদেশ স্টার্টআপ সম্মেলনে স্টার্টআপ ইকো ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিরা অংশ নেবেন। এরমধ্যে সরকারি ও বেসরকারি ক্ষেত্রের নীতি নির্ধারক, উদ্ভাবক, উদ্যোক্তা, শিক্ষাবিদ, বিনিয়োগকারী, পরামর্শদাতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন। এই সম্মেলনে স্পিড মেন্টরিং সেশন সহ বিভিন্ন অধিবেশন থাকছে। সেখানে স্টার্টআপগুলি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে বার্তালাপ করতে পারবে। তহবিল সংগ্রহ সংক্রান্ত অধিবেশনে উদ্যোক্তারা অর্থ সংগ্রহের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে শিক্ষা নিতে পারবেন। বিনিয়োগকারীদের সামনে প্রকল্পের উপস্থাপনা সংক্রান্ত অধিবেশনে স্টার্টআপগুলি বিনিয়োগকারীদের সঙ্গে সহযোগিতা এবং অর্থ সংগ্রহের জন্য তাদের চিন্তা-ভাবনা প্রকাশ করার সুযোগ পাবে। ইকো ব্যবস্থাপনা সহায়তা অধিবেশনে অংশগ্রহণকারীরা রাজ্যে স্টার্টআপ ইকো ব্যবস্থাপনা বিষয়ে প্রচার এবং ব্র্যান্ড ভ্যালু সম্পর্কে শিখতে পারবেন। অনুষ্ঠানে নতুন প্রবণতা এবং উদ্ভাবনের বিষয় সংক্রান্ত একটি স্টার্টআপ এক্সপো প্রদর্শিত হবে। 

 

CG/SS/NS



(Release ID: 1824697) Visitor Counter : 127