প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী ৬ই মে, ‘জেআইটিও কানেক্ট ২০২২’-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন

Posted On: 05 MAY 2022 6:53PM by PIB Kolkata

নতুনদিল্লি, ৫ই মে, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৬ই মে সকাল ১০টা ৩০-এ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে  জৈন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠনের ‘জেআইটিও কানেন্ট ২০২২’ কর্মসূচীর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন।

বিশ্বজুড়ে জৈন সম্প্রদায়ের সদস্যদের মধ্যে জৈন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন (জেআইটিও) যোগাযোগ রেখে চলে। শিল্প ও বাণিজ্য ক্ষেত্রের সঙ্গে যুক্তদের মধ্যে ব্যক্তিগতস্তরে মতবিনিময়েরসুযোগ করে দিতে জেআইটিও কানেন্ট সহায়তা করে। পুণের গঙ্গাধাম অ্যানেক্সে  ৩দিনের এই অনুষ্ঠানে বাণিজ্য ও অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। অনুষ্ঠান শেষ হবে ৮ই মে।

 

CG/CB/NS/


(Release ID: 1823106) Visitor Counter : 164