মৎস্য ও পশু পালন এবং দুগ্ধশিল্প মন্ত্রক
azadi ka amrit mahotsav

আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসাবে ‘কিষাণ ভাগিদারী প্রাথমিকতা হামারি’ অভিযান


দেশ জুড়ে প্রায় ২ হাজার জায়গায় ১ লক্ষেরও বেশি কৃষকের এই অভিযানে অংশগ্রহণ

Posted On: 29 APR 2022 11:36AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ এপ্রিল, ২০২২

 

মৎস্য, পশুপালন ও দুগ্ধ শিল্প মন্ত্রক ২৫-৩০শে এপ্রিল দেশ জুড়ে ‘কিষাণ ভাগিদারী প্রাথমিকতা হামারি’ অভিযান উদযাপন করেছে। আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসাবে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহযোগিতায় এই অভিযান চালানো হয়। কর্মসূচীর চতুর্থ দিনে মৎস্য পালন দপ্তর, পশুপালন ও দুগ্ধ শিল্প দপ্তরের সঙ্গে যৌথভাবে একটি সচেতনতা শিবিরের আয়োজন করে। ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এই শিবিরে মৎস্যজীবী, পশুপালক, দুগ্ধ শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে সচেতনতা গড়ে তোলাই ছিল এর মূল উদ্দেশ্য।  

কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ শিল্প মন্ত্রী শ্রী পরোষোত্তম রুপালা অনুষ্ঠানে তাঁর মন্ত্রকের গৃহীত বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের বিষয়ে বিস্তারিতভাবে জানান। মৎস্যপালন ও পশুপালনের মধ্য দিয়ে জীবিকা নির্বাহের গুরুত্বের কথা তিনি তাঁর ভাষণে তুলে ধরেন। অনুষ্ঠানে দপ্তরের দুই প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান এবং শ্রী সঞ্জীব কুমার বালিয়ান উপস্থিত ছিলেন। পশুপালন ও দুগ্ধ শিল্প দপ্তরের যুগ্মসচিব ডঃ ও পি চৌধুরী প্রধানমন্ত্রী মৎস্যসম্পদ যোজনা, ফিশারিজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, কিষাণ ক্রেডিট কার্ড সহ বিভিন্ন প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানান। দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ২ হাজারটি জায়গায় ১ লক্ষেরও বেশি কৃষক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের উৎসাহ ছিল নজরকাড়া। অন্তর্দেশীয় মৎস্যপালন দপ্তরের যুগ্মসচিব শ্রী সাগর মেহরা ধন্যবাদসূচক ভাষণ দেন।

 

CG/CB/SB


(Release ID: 1821583) Visitor Counter : 213