মানবসম্পদবিকাশমন্ত্রক

শ্রী ধর্মেন্দ্র প্রধান জাতীয় পাঠ্যসূচির রূপরেখা সম্পর্কিত মান্যতা নথি প্রকাশ করবেন

Posted On: 28 APR 2022 12:46PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ এপ্রিল, ২০২২
 
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান আগামীকাল জাতীয় পাঠ্যসূচির রূপরেখা সম্পর্কিত মান্যতা নথি প্রকাশ করবেন। জাতীয় শিক্ষা নীতি ২০২০-তে ৪টি ক্ষেত্রে জাতীয় পাঠ্যসূচির রূপরেখা প্রণয়নের সুপারিশ করা হয়েছিল। এগুলি হ’ল – বিদ্যালয় শিক্ষা, শৈশাবস্থার গোড়াতেই দেখাশুনা ও শিক্ষাদান, শিক্ষক শিক্ষণ এবং পূর্ণ বয়স্কদের শিক্ষা।
 
জাতীয় পাঠ্যসূচির রূপরেখার মান্যতা সম্পর্কিত নথি প্রকাশ অনুষ্ঠানে কর্ণাটকের উচ্চ শিক্ষা মন্ত্রী অশ্বত্থনারায়ণ সি এন, জাতীয় পাঠ্যসূচি রূপরেখা প্রণয়নের স্টিয়ারিং কমিটির চেয়ারপার্সন ডঃ কে কস্তুরিরঙ্গণ, জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষক পরিষদের অধিকর্তা অধিকর্তা অধ্যাপক ডি পি সাকলানি প্রমুখ উপস্থিত থাকবেন।
 
জাতীয় পাঠ্যসূচির রূপরেখা প্রণয়নের জন্য জাতীয় শিক্ষা নীতি ২০২০ দৃষ্টিভঙ্গীর উপর ভিত্তি করে তিনটি বিভাগে পাঠ্যসূচির ৪টি রূপরেখা এবং ২৫টি মূল বিষয় চিহ্নিত করা হচ্ছে। এই তিনটি বিভাগ হ’ল – পাঠ্যসূচি ও শিক্ষাদান, গুরুত্বপূর্ণ বিষয়সমূহ এবং পদ্ধতিগত পরিবর্তন তথা সংস্কারের উপর অগ্রাধিকার দিয়ে জাতীয় শিক্ষা নীতি ২০২০-র অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়।
 
মান্যতা সম্পর্কিত নথিতে জাতীয় পাঠ্যসূচির রূপরেখা প্রণয়ন প্রক্রিয়া সহ এর সম্ভাব্য কাঠামো ও উদ্দেশ্য এবং জাতীয় শিক্ষা নীতি ২০২০ থেকে মৌলিক কয়েকটি নীতির বর্ণনা রয়েছে। এগুলি সবই জাতীয় পাঠ্যসূচি রূপরেখা প্রণয়নে সাহায্য করবে। জেলা থেকে রাজ্য পর্যায় এবং জাতীয় পর্যায়ে আলাপ-আলোচনা ও পরামর্শের মাধ্যমে জাতীয় পাঠ্যসূচির রূপরেখার খসড়া তৈরি করা হচ্ছে। উল্লেখ করা যেতে পারে, এই পাঠ্যসূচি প্রণয়নের জন্য পজিশন পেপার সম্পর্কিত নীতি-নির্দেশিকা মান্যতা নথিপত্রের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। 
 
পাঠ্যসূচি রূপরেখা প্রণয়নের সমগ্র প্রক্রিয়া কাগজবিহীন পদ্ধতিতে তৈরী করা হয়েছে। এজন্য বিদ্যালয়/জেলা ও রাজ্য পর্যায়ে আলাপ-আলোচনা সহ একটি টেক প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপের সাহায্য নেওয়া হচ্ছে। 
 
CG/BD/SB


(Release ID: 1821110) Visitor Counter : 109