তথ্যওসম্প্রচারমন্ত্রক

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর আজাদি কা অমৃত কাহানিয়ার সূচনা করেছেন, এটি একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও সিরিজ যেখানে অনুপ্রেরণাদায়ক কয়েকটি কাহিনী রয়েছে

Posted On: 26 APR 2022 1:59PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২৬ এপ্রিল, ২০২২

 

আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর আজ আজাদিকা অমৃত কাহানিয়ার সূচনা করেছেন। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গে সহযোগিতায় স্বল্প দৈর্ঘ্যের কয়েকটি ভিডিও নিয়ে আজাদি কা অমৃত কাহানিয়া তৈরি হয়েছে। এই উপলক্ষে বিভাগীয় প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগন, মন্ত্রকের সচিব শ্রী অপূর্ব চন্দ্র এবং নেটফ্লিক্সের গ্লোবাল টিভির প্রধান শ্রীমতী বেলা বাজারিয়া উপস্থিত ছিলেন। 

আজাদি কা অমৃত কাহানিয়ার সূচনা অনুষ্ঠানে পিথোরাগড় থেকে পদ্ম পুরস্কার জয়ী পরিবেশবিদ শ্রীমতী বাসন্তী দেবী উপস্থিত ছিলেন। যিনি কোশি নদীর পুনরুজ্জীবনে বড় ভূমিকা নেন। এছাড়াও পদ্ম পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা হিসেবে পাঁচ দিনে দু-বার মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহনকারী শ্রীমতী আংশু জামসেনপা এবং অগ্নি নির্বাপনের সঙ্গে যুক্ত প্রথম ভারতীয় মহিলা শ্রীমতী হরশিনি কানহেকর উপস্থিত ছিলেন। 

দর্শক শ্রোতা ও মিডিয়ার উদ্দেশে শ্রী ঠাকুর বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রক আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। আজাদির ধারণাটি ভারতে নারী মুক্তির সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, আজাদি বা স্বাধীনতা শব্দটি মহিলাদের জন্য এমন এক গূর্ঢ অর্থ বহন করে, যা তাদেরকে সমাজে স্টিরিওটাইপ ও ট্যাবু বা প্রচলিত রীতি-নীতির বিরুদ্ধে লড়াই করতে হয়। তিনি আরও বলেন, নারী মুক্তি আসলে সমাজের শৃঙ্খলা মোচনের হলমার্ক স্বরূপ। 

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গে সহযোগিতা সম্পর্কে শ্রী ঠাকুর বলেন, এই উদ্যোগ আরও অনেক অনুপ্রেরণাদায়ক কাহিনী জনসমক্ষে তুলে ধরতে সাহায্য করবে। পক্ষান্তরে এই কাহিনীগুলি আরও বেশি মানুষকে তাদের লক্ষ্য পূরণে উৎসাহিত করবে। তিনি বলেন, নেটফ্লিক্সের সঙ্গে দীর্ঘ মেয়াদী ভিত্তিতে সহযোগিতা গড়ে তোলা হয়েছে। এরফলে, বিভিন্ন বিষয়বস্তু নির্ভর বৈচিত্রপূর্ণ কাহিনী জনসমক্ষে তুলে ধরা সম্ভব হবে।  নেটফ্লিক্স স্বল্প দৈর্ঘ্যের ২৫টি ভিডিও তৈরি করবে, যেগুলির বিষয়বস্তু মহিলা ক্ষমতায়ণ, পরিবেশ ও নিরন্তর উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ কিছু দিবস। এমনকি, নেটফ্লিক্স তথ্য ও সম্প্রচার মন্ত্রককে নিয়েও ২০ মিনিটের একটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরি করবে, যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে শেয়ার করা হবে এবং দূরদর্শনের নেটওয়ার্কের সম্প্রচারিত হবে। নেটফ্লিক্সের সঙ্গে বহুমাত্রিক অংশীদারিত্ব সম্পর্কে শ্রী ঠাকুর আরও জানান, যৌথ ভাবে এই ওটিটি প্ল্যাটফর্ম এবং মন্ত্রক প্রশিক্ষণ কর্মশিবির আয়োজন করবে, যাতে ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে বিভিন্ন বিষয়ে প্রেরণাদায়ক কাহিনী নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরিতে উৎসাহিত করা যায়। 

শ্রী ঠাকুর মঞ্চে উপস্থিত ওই তিন মহিলার অসামান্য সাফল্যের প্রশংসা করে বলেন, তাদের কাহিনী দেশের আপামোর মানুষকে অনুপ্রাণিত করবে। নেটফ্লিক্সের সঙ্গে এই সহযোগিতার দরুণ সারা বিশ্ব থেকে চলচ্চিত্র নির্মাতারা ভারতে দৃশ্যায়ণের জন্য আসবেন বলেও তিনি আশাপ্রকাশ করেন। নেটফ্লিক্সের সঙ্গে মন্ত্রকের এই অংশীদারিত্ব কেবল সূচনা মাত্র। আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের মধ্যেই তা সীমিত থাকবে না। 

এর আগে, মন্ত্রকের সচিব শ্রী চন্দ্র নেটফ্লিক্সের সঙ্গে সহিযোগিতা সম্পর্কে বলেন, আজ যে তিনটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও প্রকাশিত হয়েছে, তা দুই প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্বের প্রথম সুফল পরিনাম। শ্রী চন্দ্র আরও জানান, ভারতের স্বাধীনতা সংগ্রামের ওপর একটি সুদীর্ঘ সিরিজ এবং বিশ্বকে যে সমস্ত গল্প বলা প্রয়োজন তা নিয়ে নিবিড় সহযোগিতা গড়ে তোলার বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। 

 

CG/BD/AS/



(Release ID: 1820223) Visitor Counter : 100