কেন্দ্রীয়মন্ত্রিসভা

ভারত ও জাপানের মধ্যে বিকেন্দ্রীভূত গার্হস্থ্য বর্জ্য জল ব্যবস্থাপনা সংক্রান্ত ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতাপত্রটিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 13 APR 2022 3:29PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ এপ্রিল, ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারতের জল শক্তি মন্ত্রকের অধীনস্ত জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন দপ্তর এবং জাপানের পরিবেশ মন্ত্রকের মধ্যে বিকেন্দ্রীভূত গার্হস্থ্য বর্জ্য জল ব্যবস্থাপনা সংক্রান্ত ক্ষেত্রে সহযোগিতার জন্য স্বাক্ষরিত সমঝোতাপত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
 
প্রকল্প বাস্তবায়নে কৌশল ও লক্ষ্যমাত্রা: 
 
প্রকল্প বাস্তবায়নের জন্য একটি ব্যবস্থাপনা পরিষদ গঠন করা হবে। এই পরিষদ প্রকল্পের বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনা করবে ও বাস্তবায়নে নজরদারি চালাবে। 
 
প্রভাব: 
 
জাপানের সঙ্গে সহযোগিতার জন্য স্বাক্ষরিত সমঝোতাপত্রটির মাধ্যমে বিকেন্দ্রীভূত গার্হস্থ্য বর্জ্য জল ব্যবস্থাপনা এবং জোকাসৌ প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য জল পরিশোধনের পর তা পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হবে। বিকেন্দ্রীভূত জোকাসৌ ব্যবস্থাপনায় জল শক্তি মিশনের আওতায় থাকা অঞ্চলগুলিতে বর্জ্য জল ব্যবহারের সুযোগ তৈরি হবে। নমামী গঙ্গে প্রকল্পেও এই প্রযুক্তি ব্যবহার করা যাবে। এর ফলে পুরসভাগুলি বর্জ্য জল পরিশোধনে প্রয়োজনীয় পরিকল্পনা নিতে পারবে। 
 
প্রকল্প ব্যয়: সহযোগিতার জন্য স্বাক্ষরিত এই সমঝোতাপত্রে কোনও আর্থিক দায়বদ্ধতা কোনও পক্ষেরই থাকবে না। প্রকল্পের সম্ভাবনার দিক বিচার করে বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হবে। এর উপর ভিত্তি করে প্রয়োজনীয় অর্থ সংস্থান করা হবে। 
 
বিস্তারিত: ভারতের জল শক্তি মন্ত্রকের অধীনস্ত জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন দপ্তরের সঙ্গে জাপানের পরিবেশ মন্ত্রকের মধ্যে বিকেন্দ্রীভূত গার্হস্থ্য জল ব্যবস্থাপনার জন্য এই সমঝোতাপত্রটি ১৯শে মার্চ স্বাক্ষরিত হয়। জনসাধারণের জন্য ব্যবহৃত জলের সংরক্ষণ ও জনস্বাস্থ্যের মানোন্নয়ন নিশ্চিত করতে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দুটি দেশই উপকৃত হবে। বর্জ্য জল পুনর্ব্যবহারযোগ্য করার এই উদ্যোগে তথ্যের আদান-প্রদানের জন্য সম্মেলন এবং দক্ষতা বিকাশ সংক্রান্ত কর্মশালার আয়োজন করা হবে।    
 
জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন দপ্তর জলসম্পদের যথাযথ ব্যবহারের জন্য বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করে। দপ্তর কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় নীতি প্রস্তুত করে থাকে। এছাড়াও, বিভিন্ন কারিগরি পাঠক্রম, বৈজ্ঞানিক ও কারিগরি বিষয় নিয়ে আলোচনার জন্য কর্মশিবিরের আয়োজন করা হয়। ভারত ও জাপানের মধ্যে সহযোগিতা উদ্যোগে বিকেন্দ্রীভূত বর্জ্য জল পরিশোধনের ক্ষেত্রে উভয় দেশের বিশেষজ্ঞদের অভিজ্ঞতাকে  প্রকল্প বাস্তবায়নে কাজে লাগানো হবে।  
 
 
CG/CB/SB


(Release ID: 1816691) Visitor Counter : 164