আয়ুষ

আয়ুষ মন্ত্রক প্রধানমন্ত্রীর যোগ পুরস্কার ২০২২-এর জন্য মনোনয়ন দাখিলের আমন্ত্রণ জানিয়েছে


আন্তর্জাতিক যোগ দিবসে (২১শে জুন, ২০২২) বিজয়ীদের নাম ঘোষণা করা হবে

Posted On: 30 MAR 2022 10:49AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০ মার্চ, ২০২২
 
আয়ুষ মন্ত্রক প্রধানমন্ত্রীর যোগ পুরস্কার ২০২২-এর জন্য মনোনয়ন দাখিলের আমন্ত্রণ জানিয়েছে। আন্তর্জাতিক যোগ দিবসে (২১শে জুন, ২০২২) বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
 
২০২২ সালের পুরস্কারের জন্য আবেদন প্রক্রিয়া মাইগভ প্ল্যাটফর্মে (https://innovateindia.mygov.in/pm-yoga-awards-2022/) পরিচালনা করা হচ্ছে। সব মনোনয়ন/ আবেদন অনলাইনে পাঠাতে হবে। কোনো হার্ডকপি পাঠানোর প্রয়োজন নেই। এবারের পুরস্কারে ভারতীয় বংশোদ্ভূতদের জন্য দুটি জাতীয় বিভাগ এবং বিদেশীদের জন্য দুটি আন্তর্জাতিক বিভাগ রয়েছে। আবেদনকারীদের যোগের ক্ষেত্রে অসামান্য অবদান রাখা এবং যোগ সম্পর্কে গভীর ধ্যানধারণা থাকা আবশ্যক।
 
মনোনয়ন দাখিলের প্রক্রিয়া বিশদে জানতে এবং অংশগ্রহণ করতে আগ্রহী ব্যক্তি ও সংস্থাগুলি প্রধানমন্ত্রী যোগা অ্যাওয়ার্ডস – পিএমওয়াইএ পেজে গিয়ে এই লিঙ্কটি দেখতে পারেন  https://innovateindia.mygov.in/pm-yoga-awards-2022/ । এবছরের মনোনয়ন দাখিলের প্রক্রিয়া শুরু হয়েছে ২৮শে মার্চ ২০২২ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৭শে এপ্রিল ২০২২।
 
আবেদনকারী নিজেই সরাসরি আবেদন দাখিল করতে পারেন অথবা যোগের ক্ষেত্রে কর্মরত কোনো বিশিষ্ট ব্যক্তি বা সংস্থা তাঁর নাম মনোনয়ন করে পাঠাতে পারে। একজনের নাম কেবলমাত্র একটি বিভাগেই অর্থাৎ জাতীয় বা আন্তর্জাতিক বিভাগের যে কোনো একটিতে বিবেচনার জন্য পাঠানো যাবে। 
 
পুরস্কার বিজেতাদের বাছাইয়ের জন্য ভারত সরকারের আয়ুষ মন্ত্রক দুটি কমিটি গঠন করেছে। একটি হল বাছাই কমিটি বা স্ক্রীনিং কমিটি এবং অন্যটি মূল্যায়ণ কমিটি (জুরি)। এই কমিটি পুরস্কার প্রাপকদের নাম চূড়ান্ত করার জন্য বাছাই ও মূল্যায়ণের মাপকাঠি নির্ধারণ করবে। মূল্যায়ণ কমিটির নেতৃত্বে রয়েছেন ক্যাবিনেট সচিব। 
 
শারীরিক ও মানসিক সুস্থতার বার্তাবাহী যোগ করোনা অতিমারীর সময়ে আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সারা বিশ্বে বিভিন্ন জনগোষ্ঠী নিজেদের সুস্থতা ও পুনরুজ্জীবনের জন্য যোগকে আঁকড়ে ধরেছেন। ২০১৪ সালে রাষ্ট্রসঙ্ঘ ২১শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার পর যোগের আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে বেড়েছে। 
 
চলতি বছরে আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তুতি শুরু হয়েছে ১৩ই মার্চ থেকে। ২১শে জুন পর্যন্ত ১০০ দিনের মধ্যে, ১০০টি শহরে, ১০০টি সংস্থা যোগের প্রচার চালাবে। এবছর ২১শে জুনে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে দেশের ৭৫টি ঐতিহ্যসমৃদ্ধ স্থানে যোগ প্রদর্শনী হবে। এছাড়াও বিভিন্ন স্থানে যোগ প্রদর্শন ও কর্মশালা এবং যোগ নিয়ে আলোচনাচক্রের আয়োজন করা হয়েছে। আয়ুষ মন্ত্রক ডাব্লুউএইচও এমযোগা অ্যাপ, নমস্তে অ্যাপ, ওয়াই-ব্রেক অ্যাপে যোগের উপকারিতার প্রচার চালাচ্ছে। আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির। মাইগভ প্ল্যাটফর্মে যোগ বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, ক্যুইজ, আলোচনা, শপথ গ্রহণ, সমীক্ষা, জিঙ্গল প্রভৃতির আয়োজন করা হবে। 
 
CG/SD/SKD/


(Release ID: 1811615) Visitor Counter : 144