মানবসম্পদবিকাশমন্ত্রক

পরীক্ষা পে চর্চা-কে একটি গণ আন্দোলন হিসেবে গড়ে তুলে চাপমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন শ্রী ধর্মেন্দ্র প্রধান

Posted On: 28 MAR 2022 8:03PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ মার্চ, ২০২২
 
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চলতি বছরের পয়লা এপ্রিল পঞ্চম পর্যায়ের পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে সারা বিশ্বের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের সঙ্গে আলাপ-আলোচনায় অংশ নেবেন। তিনি বলেন, বহু প্রতিক্ষিত এই বার্ষিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরাসরি অনন্য উপায়ে আকর্ষণীয় শৈলীতে শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার চাপ কাটাতে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে নানান প্রশ্নের উত্তর দেবেন। 
 
পরীক্ষা পে চর্চা-কে একটি গণ আন্দোলন হিসেবে অভিহিত করে কেন্দ্রীয় মন্ত্রী কোভিড-১৯ মহামারী থেকে দেশ বেরিয়ে আসা এবং অফলাইন মোডে পুনরায় পরীক্ষা ব্যবস্থা ফিরে আসার প্রেক্ষিতে এবছরের এই অনুষ্ঠানের গুরুত্বের কথা জানান। একবিংশ শতাব্দীর জ্ঞানভিত্তিক অর্থনীতি গঠনে পরীক্ষা পে চর্চার মত উদ্যোগের গুরুত্বের কথা তুলে ধরে তিনি বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে থাকেন। তিনি জানান, রাজ্যপালদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি দেখতে সারা দেশে নির্বাচিত শিক্ষার্থীরাও রাজভবনে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় মন্ত্রী আস্থা প্রকাশ করেছেন যে, রাজ্য সরকারও ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে উৎসাহিত করবে। তিনি জানান, পরীক্ষা পে চর্চা শুধুমাত্র ভারত জুড়ে নয়, অন্যান্য দেশে প্রবাসী ভারতীয়দের কাছে পৌঁছে যাবে। তিনি এই কর্মসূচিকে গণ আন্দোলনে পরিণত করতে এবং শিক্ষার্থীদের জন্য চাপমুক্ত পরীক্ষা নিশ্চিত করার জন্য গণমাধ্যমের সহায়তারও আহ্বান জানান।
 
শ্রী প্রধান বলেন, পরীক্ষা পে চর্চার বৃহত্তর অঙ্গ হল ‘পরীক্ষা যোদ্ধা’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তরুণদের জন্য একটি চাপমুক্ত পরীক্ষার পরিবেশ তৈরি করতে এই অনুষ্ঠান বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান যে, এই পঞ্চম পর্বের অনুষ্ঠান নতুন দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে সকাল ১১টা থেকে অনুষ্ঠিত হবে। ভারত এবং বিদেশের কোটি কোটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এতে অংশ নেবেন বলেও তিনি জানান। শ্রী প্রধান আরও বলেন যে, শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা, যাঁরা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করবেন, সুনির্দিষ্ট বিষয় ভাবনার উপর একটি অনলাইন সৃজনশীল রচনা প্রতিযোগিতার ভিত্তিতে তাদের তালিকা তৈরি করা হয়েছে। মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে গত বছরের ২৮শে ডিসেম্বর থেকে চলতি বছরের তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলে। মাইগভ প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত অংশগ্রহণকারীদের শংসাপত্র এবং প্রধানমন্ত্রীর লেখা এক্সাম ওয়ারিয়র্স বই সমন্বিত একটি বিশেষ পরীক্ষা পে চর্চা কিট দেওয়া হবে। শিক্ষা মন্ত্রকের আওতাধীন বিদ্যালয় শিক্ষা ও সাক্ষরতা বিভাগ গত চার বছর ধরে সফলভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে। আগামী পয়লা এপ্রিল পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানটি দূরদর্শন, রেডিও চ্যানেল, টিভি চ্যানেল এবং পিআইবি ইন্ডিয়া, মাইগভ ইন্ডিয়া, স্বয়ম প্রভা, পিএমও ইন্ডিয়ার মত ইউটিউব চ্যানেল সহ অন্যান্য ডিজিটাল মিডিয়ায় সরাসরি সম্প্রচারিত হবে।
 
CG/SS/SKD/


(Release ID: 1810796) Visitor Counter : 192