প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

হায়দ্রাবাদের ভোইগুড়ায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর; প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের জন্য এককালীন অর্থ সাহায্যের ঘোষণা

Posted On: 23 MAR 2022 11:30AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ মার্চ, ২০২২

 

হায়দ্রাবাদের ভোইগুড়ায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্যের ঘোষণা করেছেন তিনি। 

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে প্রকাশিত ট্যুইট বার্তায় বলা হয়েছে; 

“হায়দ্রাবাদের ভোইগুড়ায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানির জন্য ব্যথিত। শোকের এই প্রহরে শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে এককালীন অর্থ সাহায্য দেওয়া হবে।”

 

CG/SD/SKD/


(Release ID: 1808644) Visitor Counter : 148