প্রধানমন্ত্রীরদপ্তর

বিশ্ব জল দিবসে জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণের জন্য অঙ্গীকারবদ্ধ হতে জনসাধারণের উদ্দেশে প্রধানমন্ত্রীর আহ্বান

Posted On: 22 MAR 2022 10:33AM by PIB Kolkata
নয়াদিল্লী, ২২  মার্চ, ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্ব জল দিবস উপলক্ষ্যে জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণের জন্য জনসাধারণের উদ্দেশে আহ্বান জানিয়েছেন। তিনি, ব্যক্তিবিশেষ এবং যেসব প্রতিষ্ঠান জল সংরক্ষণের কাজে যুক্ত তাদের ভূমিকার প্রশংসা করেছেন।  
 
একগুচ্ছ ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
 
“বিগত কয়েক বছর ধরে জল সংরক্ষণ জন-আন্দোলনে পরিণত হওয়ায় খুব ভালো লাগছে। দেশের প্রতিটি প্রান্তে জল সংরক্ষণের জন্য বিভিন্ন উদ্ভাবনমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। জল সংরক্ষণ নিয়ে যেসব প্রতিষ্ঠান এবং ব্যক্তি বিশেষ কাজ করছেন তাঁরা সকলে প্রশংসার দাবিদার।”
 
“অদ্ভিঃ সর্বানি ভূতানি জীবন্তি প্রভবন্তি চ।।
বিশ্ব জল দিবসে আসুন আমরা শপথ নিই জলের প্রতিটি ফোঁটাকে আমরা রক্ষা করবো। আমাদের নাগরিকদের জন্য স্বচ্ছ পানীয় জলের ব্যবস্থা করতে এবং জল সংরক্ষণের জন্য দেশে জল জীবন মিশনের মতো বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করা হচ্ছে।”
 
জল জীবন মিশনের মাধ্যমে “মা ও বোনেদের জীবনযাত্রাকে সহজ করে তোলা হচ্ছে। প্রত্যেকের অংশীদারিত্বের মধ্য দিয়ে বাড়িতে বাড়িতে নলবাহিত জল পৌঁছে দেওয়ার সংকল্প পূর্ণ হবে।” 
 
“আসুন আমরা স্থিতিশীল একটি গ্রহের জন্য আরও জল সংরক্ষণে ব্রতী হই। জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণের মধ্য দিয়ে মানুষ উপকৃত হবেন এবং আমাদের উন্নয়ন ত্বরান্বিত হবে।”
 
 
CG/CB/NS


(Release ID: 1808147) Visitor Counter : 156