প্রধানমন্ত্রীরদপ্তর

মহাত্মা গান্ধী সহ ডান্ডি অভিযানে অংশগ্রহণকারী সকলকে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Posted On: 12 MAR 2022 10:39AM by PIB Kolkata
নতুনদিল্লী, ১২ই মার্চ, ২০২২
 
মহাত্মা গান্ধী এবং যে সব বিশিষ্ট মানুষেরা ডান্ডি অভিযানে অংশ নিয়েছিলেন, তাঁদের সকলের উদ্দেশে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধা নিবেদন করেছেন। অন্যায় –অবিচারের প্রতিবাদ করা এবং আমাদের দেশের মর্যাদা রক্ষার জন্য মহাত্মা গান্ধীর নেতৃত্বে ডান্ডি অভিযান হয়।  
 
প্রধানমন্ত্রী ২০১৯ সালে যখন জাতীয় লবণ সত্যাগ্রহ স্মারক জাতিকে উৎসর্গ করেছিলেন, সেই সময় তার ভাষণটি সকলের মধ্যে ভাগ করে নিয়েছেন। 
 
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন,” মহাত্মা গান্ধী এবং যে সব বিশিষ্ট মানুষেরা ডান্ডি অভিযানে অংশ নিয়েছিলেন, তাঁদের সকলকে শ্রদ্ধা জানাই। অন্যায় –অবিচারের প্রতিবাদ করা এবং আমাদের দেশের মর্যাদা রক্ষার জন্য  ডান্ডি অভিযান হয়।   
 
২০১৯ সালে  জাতীয় লবণ সত্যাগ্রহ স্মারক জাতিকে উৎসর্গ করার সময় আমি যে বক্তব্য রেখেছিলাম, সেটি সকলের মধ্যে ভাগ করে নিলাম।“  
 
CG/CB/


(Release ID: 1805430) Visitor Counter : 582