রেলমন্ত্রক

ট্রেনের ভেতরে জানালার পর্দা, কম্বল ও চাদর দেবার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে রেল।অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে

Posted On: 10 MAR 2022 4:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ মার্চ, ২০২২
 
কোভিড-১৯ এর কারণে মহামারী এবং কোভিড বিধিনিষেধের জেরে ট্রেনে যাত্রীদের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল (এসওপি) জারি করা হয়।দূরপাল্লার ট্রেনের ভেতরে জানলায় ঝোলানো  পর্দা এবং কম্বল ও চাদর দেবার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
 
এখন রেল অবিলম্বে দূরপাল্লার ট্রেনের ভেতরে জানলার  পর্দা,কম্বল ও চাদর দেবার ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাক্‌-কোভিড পর্যায়ে প্রয়োজন অনুযায়ী এটি দেওয়া যেতে পারে। 
 
CG/SS/SB


(Release ID: 1805223) Visitor Counter : 157