যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর আজ জাতীয় যুব সংসদ উৎসব ২০২২-এর জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দিয়েছেন

Posted On: 10 MAR 2022 2:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ মার্চ, ২০২২

 

 

কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর আজ সংসদের সেন্ট্রাল হলে তৃতীয় জাতীয় যুব সংসদ উৎসবের জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দিয়েছেন। অনুষ্ঠানে ক্রীড়া ও যুব বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী নিশিথ প্রমাণিক, মন্ত্রকের সচিব শ্রীমতী সুজাতা চতুর্বেদী সহ অন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল জাতীয় যুব সংসদ উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেবেন। সমাপ্তি অনুষ্ঠানে লোকসভার অধ্যক্ষের সামনে এই উৎসবের জাতীয় পর্যায়ের তিন জন বিজয়ী বক্তব্য রাখবেন। 

 

অনুষ্ঠানের ভাষণে শ্রী অনুরাগ ঠাকুর জানান, এবারের এই উৎসবের বিষয়ভাবনা হ’ল – ‘নতুন ভারতের কন্ঠস্বর এবং সমাধান অনুসন্ধান ও নীতিগত ক্ষেত্রে অবদান’। তিনি এই উৎসবে অংশগ্রহণকারী সকলকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, ক্ষুধা দূরীকরণ, লিঙ্গ সমতা, সাশ্রয়ী ও স্বচ্ছ শক্তি, বিশুদ্ধ পানীয় জল ও স্যানিটেশনের মতো ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসাবে এ পর্যন্ত দেশ যে অগ্রগতি লাভ করেছে, তা নিয়ে আলোচনা করা এবং দেশের স্বাধীনতার ১০০ বছর উদযাপনের সময় উদ্ভাবনী সমাধানের মাধ্যমে পরিবর্তন নিয়ে আসারও অনুরোধ জানান তিনি। মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসতে স্বাস্থ্য, খেলাধূলা, সংবাদ মাধ্যম, পরিবহণ, পরিকাঠামো এবং বিশ্বের নানা ক্ষেত্রে যুবরা কি ভূমিকা পালন করতে পারেন এবং জীবনযাত্রাকে সহজ করে তোলার জন্য তাঁরা কি অবদান রাখতে পারেন, সে প্রশ্নও প্রতিযোগীদের সামনে তুলে ধরেন তিনি। 

 

শ্রী অনুরাগ ঠাকুর স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে  চলার আহ্বান জানান। তিনি বলেন, এই আদর্শকে এগিয়ে নিয়ে গিয়ে জাতীয় যুব সংসদ তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যুবসম্প্রদায়কে স্বামী বিবেকানন্দের আদর্শ থেকে অনুপ্রেরণা গ্রহণের আর্জি জানান তিনি। আত্মনির্ভর ভারত প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মহামারী চলাকালীন সমগ্র বিশ্ব যখন লড়াই চলাচ্ছে, তখন ভারত এই পরিস্থিতি কাটিয়ে উঠতে একসঙ্গে কাজ করছে। এর মাধ্যমে বিশ্বের সামনে একটি দৃষ্টান্ত তৈরি করা গেছে। তিনি বলেন, সঠিক দৃষ্টিভঙ্গী ও নেতৃত্বের মাধ্যমে আমরা সকল প্রতিকূলতার মোকাবিলা করতে পারি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, যুবসম্প্রদায়ের চেতনা এবং অংশগ্রহণের মাধ্যমে একটি দেশের ভিত্তি তৈরি হয়। তরুণরাই দেশ ও সমাজকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তাঁরাই দেশের বর্তমান ও ভবিষ্যৎ। অতীত ও ভবিষ্যতের মধ্যে তাঁরাই সেতুবন্ধন করেছে। স্কিল ইন্ডিয়া, খেলো ইন্ডিয়া এবং ফিট ইন্ডিয়ার মতো প্রকল্পগুলিকে তুলে ধরতে প্রধানমন্ত্রী যে বিশেষ উদ্যোগ নিয়েছেন, সেকথাও জানান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, এই প্রকল্পগুলির মাধ্যমে কেবল বহু যুব শুধু দক্ষই হননি, একটি শক্তিশালী ভারতের ভিত তৈরি হয়েছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী যুব সংসদের বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণকারী যুবদের প্রশংসা এবং তৃতীয় জাতীয় যুব সংসদ উৎসব ২০২২ – এর চূড়ান্ত পর্যায়ের প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়েছেন। 

 

 

CG/SS/SB



(Release ID: 1804924) Visitor Counter : 204