শিল্পওবাণিজ্যমন্ত্রক

পিএম গতিশক্তি নিয়ে ডিপিআইআইটি বাজেট পরবর্তী প্রথম ওয়েবিনার আয়োজন করবে

Posted On: 27 FEB 2022 11:31AM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২৭ ফেব্রুয়ারি, ২০২২
 
এবছরের বাজেটে ঘোষিত পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের শিল্প প্রসার ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তর আগামীকাল গতিশীল আর্থিক অগ্রগতির জন্য সমন্বয় গড়ে তোলা শীর্ষক বিষয়ে বাজেট পরবর্তী প্রথম ওয়েবিনারের আয়োজন করছে। এই ওয়েবিনারে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রক, অগ্রণী শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা লজিস্টিক ক্ষেত্রে ভারতের পারদর্শিতা আরও বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন পন্থা-পদ্ধতি ও কৌশল নিয়ে আলোচনা করবেন। 
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গতিশক্তি এবং ২০২২-এর কেন্দ্রীয় বাজেটের সঙ্গে এর সমন্বয় নিয়ে ওয়েবিনারে অংশগ্রহণকারীদের উদ্দেশে ভাষণ দেবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ওয়েবিনারে সমাপ্তি অধিবেশনের পৌরোহিত্য করবেন। 
 
প্রধানমন্ত্রীর ভাষণের পর অংশগ্রহণকারীরা ৫টি পৃথক আলোচনাসভায় ভারতে লজিস্টিক ক্ষেত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। শিল্প প্রসার ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তরের সচিব শ্রী অনুরাগ জৈন 'নেশন অ্যাজ এ হোল অ্যাপ্রোচ' শীর্ষক বিষয়ে আলোচনাসভায় পৌরোহিত্য করবেন। ওয়েবিনারের দ্বিতীয় আলোচনাসভার বিষয় সহযোগিতা মূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং পরিকাঠামো ক্ষেত্রে মূলধনী বিনিয়োগ বৃদ্ধি। এই আলোচনাসভায় পৌরোহিত্য করবেন শিল্প প্রসার ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তরের লজিস্টিক বিষয়ক বিশেষ সচিব শ্রী অমৃতলাল মীণা। 
 
এছাড়াও লজিস্টিক্স ওয়ার্ক ফোর্স স্ট্যাটেজি - এনহ্যান্সিং স্কিল অ্যান্ড এমপ্লয়মেন্ট অপর্চুনিটিজ; ইউনিফায়েড লজিস্টিক্স ইন্টারফেস প্ল্যাটফর্ম - রিভোলিউশনাইজিং ইন্ডিয়ান লজিস্টিক্স  বিষয় নিয়ে আরও দুটি পৃথক আলোচনাসভার আয়োজন করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, পিএম গতিশক্তি কর্মসূচির উদ্দেশ্যই হল - অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী প্রজন্মের পরিকাঠামো গড়ে তোলা। 
 
 
CG/BD/AS/


(Release ID: 1801648) Visitor Counter : 160