স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৭৫কোটি৮৩লক্ষছাড়িয়েছে
দেশেগত ২৪ ঘণ্টায় ৩৫লক্ষ৫০হাজারেরওবেশিটিকারডোজদেওয়াহয়েছে
জাতীয়স্তরেসুস্থতারহারবর্তমানে ৯৮.৩৮শতাংশ
দেশেগত ২৪ ঘণ্টায়নতুনকরেআক্রান্তেরসংখ্যা১৩হাজার৪০৫
দেশেসুস্পষ্টভাবেকরোনায়আক্রান্তেরসংখ্যা১লক্ষ৮১হাজার৭৫
সাপ্তাহিক-ভিত্তিতেআক্রান্তেরহার১.৯৮শতাংশ
Posted On:
22 FEB 2022 9:28AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি, ২০২২
দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৩৫ লক্ষ ৫০ হাজার ৮৬৮। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১৭৫ কোটি ৮৩ লক্ষ ২৭ হাজার ৪৪১।
মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:
স্বাস্থ্য কর্মী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
১,০৪,০০,৮৬৭
৯৯,৫৫,০৮৮
৪০,৭০,৭০৪
|
অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
১,৮৪,০৮,১৮১
১,৭৪,২২,০৯৭
৫৯,৪৮,৩৬১
|
১৫-১৮ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
৫,৩৮,৮৮,৯৭৫
২,২৮,২৮,৪৮৮
|
১৮-৪৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
৫৫,০৬,২৬,১২৭
৪৩,৭৩,৩৬,৩২৯
|
৪৫-৫৯ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
২০,২০,৮২,৪৫৫
১৭,৮৬,৬৭,৭৫০
|
৬০ বছরের বেশি বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
১২,৬২,৪৯,০৫০
১১,১৩,০০,৬১৫
৯১,৪২,৩৫৪
|
|
প্রিকশন ডোজ
|
১,৯১,৬১,৪১৯
|
মোট
|
|
১,৭৫,৮৩,২৭,৪৪১
|
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪ হাজার ২২৬ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৪ কোটি ২১ লক্ষ ৫৮ হাজার ৫১০।
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৩৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪০৫ জন।
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লক্ষ ৮১ হাজার ৭৫ হয়েছে, যা মোট আক্রান্তের ০.৪২ শতাংশ।
দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১০ লক্ষ ৮৪ হাজার ২৪৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭৬ কোটি ১২ লক্ষ ৩০ হাজার ৫৮০।
দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.৯৮ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.২৪ শতাংশ।
CG/SS/SB
(Release ID: 1800283)
Visitor Counter : 147