ইস্পাতমন্ত্রক
আজাদি কা অমৃত মহোৎসবের আওতায় সেইল-ভিআইএসএল’তে হার্ট চেকআপ শিবির
Posted On:
17 FEB 2022 2:09PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
আজাদি কা অমৃত মহোৎসবের আওতায় সেইল-ভিআইএসএল চলতি বছরের ১৯ ও ২৯শে জানুয়ারি এবং বুধবার (১৬ই ফেব্রুয়ারি) সংস্থার কর্মী, চুক্তি-ভিত্তিক শ্রমিকদের জন্য হার্ট চেকআপ শিবিরের আয়োজন করেছিল। এই শিবিরে ২৮৫ জন কর্মচারী এবং ৩০ জন মহিলা সহ চুক্তি-ভিত্তিক শ্রমিকরা রক্তচাপ, মধুমেহ, অক্সিজেন স্যাচুরেশন, ইকো এবং ইসিজি পরীক্ষা করান।
ভিআইএসএল – এর মানবসম্পদ দপ্তরে সহাদ্রি নারায়ণ হৃদয়ালয়ের চিকিৎসক এবং সহযোগী দল এই হার্ট চেকআপ শিবির পরিচালনা করে। কার্ডিওলজিস্ট ডাক্তার শরথ সঙ্গনা গৌদার এবং ডাক্তার এস ভি সিদ্ধার্থ এই শিবিরে পরীক্ষা করাতে আসা সকলকে পরামর্শ দেন।
CG/SS/SB
(Release ID: 1799077)
Visitor Counter : 225