প্রধানমন্ত্রীরদপ্তর

দক্ষিণ এশিয়ায় সবথেকে বেশী রামসার অঞ্চল ভারতে থাকায় প্রধানমন্ত্রীর সন্তোষ প্রকাশ

Posted On: 03 FEB 2022 10:30PM by PIB Kolkata

নতুনদিল্লি, ৩রা ফেব্রুয়ারি, ২০২২

 

গুজরাটের খিজাদিয়া অভয়ারণ্য ও উত্তরপ্রদেশের বাখিরা অভয়ারণ্য রামসার তালিকাভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সন্তোষ প্রকাশ করেছেন।

কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদবের এক ট্যুইট বার্তার জবাবে প্রধানমন্ত্রী বলেছেন,

“দারুণ খবর!

দক্ষিণ এশিয়ায় সবথেকে বেশী রামসার অঞ্চল ভারতে রয়েছে। এর মাধ্যমে জীববৈচিত্রকে রক্ষা করা ও প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আমাদের নাগরিকদের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।“


CG/CB/SFS



(Release ID: 1795435) Visitor Counter : 156