অর্থমন্ত্রক

অমৃতকালের সময়ে ইজ অফ লিভিং-এর পরবর্তী পর্যায়ের সূচনা হবে : কেন্দ্রীয় বাজেট ২০২২-২৩

Posted On: 01 FEB 2022 1:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ ফেব্রুয়ারি, ২০২২

 

অমৃতকালের পরবর্তী ২৫ বছরে অর্থাৎ ভারতের স্বাধীনতার ৭৫ বর্ষ থেকে শততম বর্ষে পদার্পণের সময় পর্যন্ত অর্থ-ব্যবস্থার অগ্রগতিতে একটি রূপরেখা প্রণয়নের লক্ষ্যে এবারের বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আজ সংসদে ২০২২-২৩ এর কেন্দ্রীয় বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থ তথা কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন এই রূপরেখার ব্যাখ্যা দেন। তিনি অমৃতকালের সময় ইজ অফ লিভিং-এর পরবর্তী পর্যায়ের সূচনার কথাও ঘোষণা করে।

অর্থমন্ত্রী জানান, ইজ অফ লিভিং-এর পরবর্তী পর্যায়ে নিম্নলিখিত ৩টি বিষয়ের উপর ভিত্তি করে পরিচালিত হবে। এগুলি হ’ল – রাজ্যগুলির সক্রিয় অংশগ্রহণ, মনুষ্যচালিত প্রক্রিয়া ও কর্মকান্ডের ডিজিটাইজেশন এবং তথ্য প্রযুক্তি সেতুর মাধ্যমে কেন্দ্র ও রাজ্য স্তরীয় ব্যবস্থার সংযুক্তিকরণ। এর ফলে, সাধারণ মানুষ যাবতীয় নাগরিক-কেন্দ্রিক পরিষেবাগুলি এক জায়গা থেকেই গ্রণ করতে পারবেন। পক্ষান্তরে, ওভারল্যাপিং বা একে অপরকে এড়িয়ে যাওয়ার মতো বাধা-বিপত্তি দূর করা সম্ভব হবে।

অর্থমন্ত্রী আরও জানান, ২০২২-২৩ এ চিপ এবং ভবিষ্যতমুখী প্রযুক্তিকে কাজে লাগিয়ে ই-পাসপোর্ট ব্যবস্থার সূচনা হবে। এর ফলে, সাধারণ মানুষের বিদেশ সফর আরও সহজ হয়ে উঠবে। শহর ও নগরগুলির পরিকল্পনা তথা ভবন নির্মাণ আইন আরও যুক্তিগ্রাহ্য করে তুলতে অর্থমন্ত্রী শহরাঞ্চলীয় পরিকল্পনায় সংস্কারের প্রস্তাব দেন। এর ফলে, গণপরিবহণ ব্যবস্থায় বৃহত্তর জনস্বার্থে সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ আরও সহজ হয়ে উঠবে। এ সম্পর্কে তিনি আরও বলেন, গণপরিবহণ ব্যবস্থা ও অম্রুত কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা রাজ্য সরকারগুলির পরিবহণ-কেন্দ্রিক উন্নয়ন ও নগর পরিকল্পনা সম্পর্কিত কর্মসূচিগুলি রূপায়ণে খরচ করা হবে।

শহরাঞ্চলীয় পরিকল্পনা ও নক্‌শা প্রণয়নের ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান আহরণে বর্তমানে চালু ৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে উৎকর্ষ কেন্দ্র হিসাবে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের প্রতিটি উৎকর্ষ কেন্দ্রকে ২৫০ কোটি টাকার তহবিল যোগান দেওয়া হবে।

 

CG/BD/SB



(Release ID: 1794535) Visitor Counter : 238