অর্থমন্ত্রক

স্বশস্ত্র বাহিনীর সরঞ্জাম সংগ্রহে আত্মনির্ভর হয়ে ওঠার জন্য সরকারের অঙ্গীকার এবারের বাজেটে প্রতিফলিত

Posted On: 01 FEB 2022 1:08PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ০১ ফেব্রুয়ারি, ২০২২


কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন সংসদে সাধারণ বাজেট পেশ করার সময় স্বশস্ত্র বাহিনীর জন্য সরঞ্জাম আমদানির উপর নির্ভরশীলতা কমিয়ে আত্মনির্ভর হয়ে ওঠার বিষয়টিতে গুরুত্ব আরোপ করেন। সরকার এ ধরণের সরঞ্জামের ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার উদ্যোগে সব ধরণের সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ। মন্ত্রী জানান, ২০২১-২২ সালে দেশীয় শিল্প সংস্থার থেকে স্বশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে প্রতিরক্ষা ক্ষেত্রে মোট ব্যয় বরাদ্দের ৫৮ শতাংশ নির্ধারিত হয়েছিল। ২০২২-২৩ অর্থবর্ষে এই পরিমাণ বৃদ্ধি করে ৬৮ শতাংশ করা হলো।

শ্রীমতী সীতারমন বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নয়ন ও গবেষণামূলক কাজে বিভিন্ন শিল্পসংস্থা, নতুন শিল্পোদ্যোগ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি যাতে অংশ নিতে পারে তারজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেটের ২৫ শতাংশ অর্থ গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয় করা হবে। সামরিক সরঞ্জামের উন্নয়ন ও গবেষণায় বেসরকারী শিল্প সংস্থাগুলিকে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হচ্ছে। একাজে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন সহ বিভিন্ন সংস্থার সঙ্গে জোট বাঁধতে উৎসাহ দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, এইসব সরঞ্জামের পরীক্ষা এবং সেগুলির শংসাপত্র প্রদানের জন্য একটি স্বাধীন  নোডাল সংস্থা গড়ে তোলা হবে।
 

CG/CB/NS



(Release ID: 1794461) Visitor Counter : 201