অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২১-২২ অর্থবর্ষের অবশিষ্ট সময়কালে রাজ্যগুলিকে মূলধন বিনিয়োগের জন্য আর্থিক সহায়তা বাবদ ১৫ হাজার কোটি টাকা দেওয়া হবে

Posted On: 01 FEB 2022 1:03PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ০১ ফেব্রুয়ারি, ২০২২

 

২০২১-২২ অর্থবর্ষে রাজ্যগুলিকে মূলধন বিনিয়োগের জন্য আর্থিক সহায়তা বাবদ ১০ হাজার কোটি টাকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ২০২১-২২ অর্থবর্ষে অবশিষ্ট সময়কালে এই পরিমাণ বৃদ্ধি করে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন আজ সংসদে ২০২২-২৩ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করার সময় এই তথ্য জানান।

মন্ত্রী ২০২২-২৩ অর্থবর্ষে অর্থনীতিতে সার্বিক বিনিয়োগের জন্য ১ লক্ষ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন। রাজ্যগুলি সাধারণভাবে যে ঋণ নিতে পারে এই অর্থ তার অতিরিক্ত। রাজ্যগুলিকে ৫০ বছরে সুদমুক্ত এই ঋণ দেওয়া হবে। বরাদ্দ অর্থ পিএম গতিশক্তি প্রকল্পে ব্যয় করা হবে। এছাড়াও রাজ্যগুলি পিএম গ্রাম সড়ক যোজনা, অর্থনীতির ডিজিটাইজেশন, নগরোন্নয়ন পরিকল্পনা এবং পরিবর্তনযোগ্য উন্নয়ন সংক্রান্ত অধিকারের ক্ষেত্রে তা ব্যয় করতে পারবে। অর্থমন্ত্রী জানান, পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশক্রমে রাজ্যগুলি তাদের মোট অভ্যন্তরীণ উৎপাদনের ৪ শতাংশ অর্থ আর্থিক ঘাটতি মেটাতে ঋণ নিতে পারে। এরমধ্যে ০.৫ শতাংশ অর্থ বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কারের জন্য ঋণ বাবদ পাওয়া যাবে। এ সংক্রান্ত শর্তাবলী ২০২১-২২ সালে প্রকাশ করা হয়েছে। মন্ত্রী জানান, রাজ্যগুলি যাতে তাদের মূলধন উৎপাদনশীল সম্পদে এবং কর্মসংস্থান সৃষ্টিতে ব্যয় করতে পারে তারজন্য তাদের সাহায্য করতে কেন্দ্র অঙ্গীকারবদ্ধ।


CG/CB/NS


(Release ID: 1794450) Visitor Counter : 280