যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

এশিয়ান গেমসে স্কোয়াশ-এ আরও ভালো ফল পাওয়ার জন্য মন্ত্রক ক্রিস ওয়াকারকে নিয়োগের অনুমোদন দিয়েছে

Posted On: 24 JAN 2022 2:03PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ জানুয়ারি, ২০২২
 
যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রক চলতি বছরের শেষদিকে এশিয়ান গেমস এর জন্য ভারতীয় দলের বিদেশী কোচ হিসেবে  বিশ্ব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে দু'বারের পদক জয়ী ক্রিস ওয়াকারকে নিয়োগ করার অনুমোদন দিয়েছে।
ক্রিস ওয়াকার যিনি স্কোয়াশ এবং সাইক্লিংয়ে ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তাঁকে ১৬ সপ্তাহের জন্য নিয়োগ করা হবে।
 
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ওয়াকারের নিয়োগের জন্য স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সিলেকশন কমিটি এবং ভারতের স্কোয়াশ রেকেট ফেডারেশনের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। ওয়াকার ১৯৯৭ সালে বিশ্ব ডাবলস স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে বিজয়ী হন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানান্তরিত হওয়ার পর সেখানে জাতীয় কোচ হিসাবে নির্বাচিত হন।
 
ভারতের কোচ হিসেবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি বলেন যে," টিম ইন্ডিয়ার সাথে কাজ করার জন্য আমি যথেষ্ট উত্তেজিত। আমি ফেডারেশন এর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করব এবং আমি চাই সমস্ত ভারতীয় স্কোয়াশ দলের খেলোয়াড়রা এই আসন্ন ইভেন্টগুলিতে তাঁদের সেরা পারফর্মেন্স দেখিয়ে আমাকে সাহায্য করুক। আমি সত্যিই সামনের বছরের জন্য অপেক্ষা করছি।"
 
ভারতের সৌরভ ঘোষাল, রবিন ট্যান্ডন এবং মহেশ মাঙ্গাওকারের সমন্বয়ে গঠিত স্কোয়াশ দলটি সম্প্রতি কুয়ালালামপুরে এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছে। জোস্না চিনাপ্পা, সুনয়না কুরুভিল্লা এবং ঊর্বশী যোশীর মিলিত মহিলা দল সেমিফাইনালে উঠেছে। ভারত চায় এবছর দুটি প্রধান ইভেন্টে আরো ভালো ফল করতে।
 
কমনওয়েলথ গেমস ২৮শে জুলাই থেকে ৮ই আগস্ট পর্যন্ত বার্মিংহামে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, আগামী ১০থেকে ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত চীনের হ্যাঞ্জুতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 
ভারত ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে দুটি রৌপ্য পদক জয় করেছিল। অন্যদিকে, ২০১৮ সালের এশিয়ান গেমসে পাঁচটি পদক জয় করেছিল।
 
প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশনের ওয়ার্ল্ড রেংকিং অনুযায়ী পুরুষ বিভাগে ভারতের সৌরভ ঘোষাল ১৬ তম, রমিত ট্যান্ডন ৫০ তম, মহেশ মাঙ্গগাওকার ৫১ তম, বিক্রম মালহোত্রা ৭১ তম এবং ভেলাভান সেন্থিলকুমার ১২২ তম স্থানে রয়েছেন।
 
অন্যদিকে, মহিলাদের ক্ষেত্রে জোস্না চিনাপ্পা ১০ম, তানভি খান্না ৭৭ তম সুনয়না কুরুভিল্লা ১০৮ তম, আকাঙ্ক্ষা সালুন্খা ১৫৭ তম এবং উর্বশী যোশী ১৬৯ তম স্থানে রয়েছেন।
 
CG/ SB

(Release ID: 1792317) Visitor Counter : 123