আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক

আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক স্মার্ট সিটি মিশনের আওতায় ‘ওপেন ডেটা উইক’ – এর সূচনা করেছে

Posted On: 17 JAN 2022 12:56PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ জানুয়ারি, ২০২২
 
আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক উন্মুক্ত তথ্য গ্রহণকে উৎসাহিত করতে এবং দেশের শহরাঞ্চলের বাস্তুতন্ত্রে উদ্ভাবনী ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাতে ‘ওপেন ডেটা উইক’ – এর সূচনা করেছে।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সুরাটে  ‘আজাদি কা অমৃত মহোৎসব – স্মার্ট সিটি : স্মার্ট আরবানাইজেশন’ শীর্ষক সম্মেলনের  আয়োজন করা হয়েছে । তার আগে এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা গড়ে তুলতে এবং এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে ‘ওপেন ডেটা উইক’ উদযাপন করা হচ্ছে। চলতি বছরের ১৭ই জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত এই সপ্তাহ উদযাপন করা হবে। স্মার্ট সিটি ওপেন ডেটা পোর্টালে উচ্চমানের ডেটা ও ডেটা ব্লগ প্রকাশকারী ১০০টি স্মার্ট সিটি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এই অনুষ্ঠানের উদ্দেশ্যই হ’ল উন্মুক্ত তথ্যের সুবিধা এবং এর কার্যকারিতা, স্বচ্ছতার উপর ভিত্তি করে আর্থিক বৃদ্ধি ও উদ্ভাবনী ক্ষেত্রের বিকাশ-সাধন। উল্লেখ্য, আগামী ২১শে জানুয়ারি সমস্ত স্মার্ট সিটিতে দ্বিতীয় ‘তথ্য দিবস’ উদযাপন করা হবে। এই উপলক্ষে এ বিষয়ে আলোচনা, প্রদর্শনী, হ্যাকাথন ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। সরকারি ও বেসরকারি সংস্থার আধিকারিক, শিক্ষা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, স্টার্টআপ সংস্থা এবং সুশীল সমাজের নাগরিকরা এতে অংশ নেবেন। বর্তমান কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে শহরের জটিল সমস্যাগুলি কিভাবে তথ্য ব্যবহারের মাধ্যমে সমাধান করা সম্ভব, সে বিষয়েও আলোচনা হবে। 
 
CG/SS/SB


(Release ID: 1790598) Visitor Counter : 175