প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী মকর সংক্রান্তি, উত্তরায়ন, ভোগি, মাঘ বিহু এবং পোঙ্গল উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন

Posted On: 14 JAN 2022 9:18AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ জানুয়ারি, ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একাধিক টুইট বার্তার মাধ্যমে আজ মকর সংক্রান্তি, উত্তরায়ন, ভোগি, মাঘ বিহু এবং পোঙ্গল উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
 
প্রধানমন্ত্রী বলেছেন, "সমগ্র ভারত জুড়ে আজ আমরা বিভিন্ন উৎসবকে চিহ্নিত করেছি যা ভারতের প্রাণবন্ত সাংস্কৃতিক বৈচিত্রকে মেলে ধরে। এই উৎসবে আমার শুভেচ্ছা জানাই।
 
মকর সংক্রান্তির শুভেচ্ছা।
https://t.co/4ittq5QTsr.
 
অপূর্ব উত্তরায়ন উৎসব।
https://t.co/hHcMBzBjZP
 
ভোগি উপলক্ষে প্রত্যেকের জন্য রইল শুভেচ্ছা। এই বিশেষ উৎসব আমাদের সমাজে আনন্দের চেতনাকে সমৃদ্ধ করুক। আমি আমাদের সমস্ত নাগরিকের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
https://t.co/plBUW3psnB
 
সকলের জন্য রইল মাঘ বিহুর শুভেচ্ছা। এই উৎসব সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক এই প্রার্থনা করি।
https://t.co/mEiRGpHweZ
 
পোঙ্গল'কে তামিলনাড়ুর একটি প্রাণবন্ত সংস্কৃতির সমার্থক বলা যেতে পারে। এই বিশেষ উৎসব উপলক্ষে সারা বিশ্বে ছড়িয়ে থাকা সকলকে, বিশেষ করে তামিল জনগণকে আমার শুভেচ্ছা জানাই। আমি প্রার্থনা করি প্রকৃতির সাথে আমাদের বন্ধন ও আমাদের সমাজের ভাতৃত্বের চেতনা যেন আরও সুদৃঢ় হয়।
https://t.co/FjZqzzsLhr"
 
 
CG/ SB


(Release ID: 1789928) Visitor Counter : 136