আয়ুষ

মকর সংক্রান্তির দিন ১ কোটিরও বেশি মানুষ সূর্য নমস্কার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন : শ্রী সর্বানন্দ সোনোয়াল

Posted On: 12 JAN 2022 4:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ জানুয়ারি, ২০২২

 

আয়ুষ মন্ত্রক ১৪ই জানুয়ারি আন্তর্জাতিক সূর্য নমস্কার কর্মসূচির আয়োজন করেছেন। আজাদি কা অমৃত মহোৎসব পালনের অঙ্গ হিসাবে এবার এই কর্মসূচিতে ১ কোটিরও বেশি মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল ভার্চ্যুয়াল পদ্ধতিতে সাংবাদিক সম্মেলনে জানান, সূর্য নমস্কার মানুষের মধ্যে রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এর সাহায্যে করোনা সংক্রমণের প্রকোপ কমবে। মন্ত্রকের প্রাথমিক পরিকল্পনায় এবারের কর্মসূচিতে ৭৫ লক্ষ মানুষ অংশ নেবেন বলে ধারণা করা হয়েছিল। কিন্তু, যেভাবে নাম নথিভুক্ত করা হচ্ছে, তাতে ১ কোটিরও বেশি মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ মাঞ্জুপারা মহেন্দ্রভাই জানান, সূর্য নমস্কার দেহ ও মনকে তরতাজা করে তোলে। মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা বলেন, সূর্য নমস্কার জীবনী শক্তি বৃদ্ধি করে।

এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ১৪ই জানুয়ারি সূর্য নমস্কারের ভিডিও আপলোড করবেন। কর্মসূচিতে নাম নথিভুক্ত করতে চাইলে https://yoga.ayush.gov.in/suryanamaskar, https://yogacertificationboard.nic.in/suryanamaskar/, https://www.75suryanamaskar.com – এই লিঙ্কগুলির যে কোনও একটিতে ক্লিক করুন।

 

CG/CB/SB



(Release ID: 1789445) Visitor Counter : 132