যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
আমরা যুবসম্প্রদায়কে দক্ষ করে তুলছি, তাঁদের বিশ্ব বাজারে কর্মসংস্থানের উপযুক্ত করে তুলছি : শ্রী অনুরাগ সিং ঠাকুর
Posted On:
06 JAN 2022 2:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ জানুয়ারি, ২০২২
কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর আজ নেহরু যুব কেন্দ্র সংগঠন (এনওয়াইকেএস)-এর যুব স্বেচ্ছাসেবকদের অনলাইন প্রশিক্ষণের প্রাথমিক কর্মসূচির সূচনা করেছেন। অনুষ্ঠানে তিনি জানান, মোদী সরকার দেশের যুবসম্প্রদায়কে দক্ষ করে তুলেছে। বিশ্ব বাজারের প্রয়োজন অনুযায়ী, যুবসম্প্রদায়কে চাকরির জন্য উপযুক্ত করে তোলা হচ্ছে। তিনি বলেন, বিশ্বব্যাপী সরবরাহ-শৃঙ্খলা, পরিষেবা ক্ষেত্র এবং অর্থনীতিতে সামগ্রিকভাবে তরুণ, শিক্ষিত ও দক্ষ কর্মী নিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে ভারত এই চাহিদা মেটাতে দক্ষ কর্মীর এক বিশাল সংস্থান তৈরি করেছে। শ্রী ঠাকুর জানান, “শুধু তাই নয়, আমরা একটি শক্তিশালী ইকো ব্যবস্থাপনা তৈরি করেছি, যা স্টার্টআপগুলিকে গড়ে তুলবে এবং আমাদের তরুণ সম্প্রদায়ের মধ্যে উদ্যোক্তা মনোভাবকে জাগিয়ে তুলতে সাহায্য করবে”।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ২৩ কোটি যুবসম্প্রদায় রয়েছেন। এই বিপুল যুবশক্তি দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সাহায্য করতে পারে। দেশের সামাজিক ও আর্থিক অগ্রগতির জন্য তরুণদের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, একবিংশ শতাব্দীতে ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমগ্র বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে। এক্ষেত্রে যুবরা মুখ্য ভূমিকা পালন করতে পারেন বলে মনে করেন তিনি। শ্রী ঠাকুর বলেন, কোভিড মহামারী পরিস্থিতিতে দেশের যুবসম্প্রদায় স্বেচ্ছাসেবক হিসাবে মূল্যবান পরিষেবা প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেন, এদিনের এই প্রশিক্ষণ কর্মসূচি তাঁদের দক্ষতা বিকাশে সাহায্য করবে। শ্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, প্রধানমন্ত্রী একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে দেশের যুবসম্প্রদায়ের কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। দেশের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে আজাদি কা অমৃত মহোৎসবে দেশ গঠনে তাঁদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী জানান, সংশ্লিষ্ট মন্ত্রক ও ইউনাইটেড নেশন ইন্সটিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ (ইউএনআইটিএআর) – এর অংশীদারিত্বে যুবসম্প্রদায়ের ব্যক্তিত্বের বিকাশ ও কর্মসংস্থানের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। দেশের যুবদের ক্ষমতায়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও মনে করেন তিনি। শ্রী অনুরাগ ঠাকুর বলেন, দেশের যুবকরা হলেন ভবিষ্যৎ। তাই, তাঁদের কথা ভেবে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এদিনের এই প্রাথমিক কর্মসূচিতে ১০০ জন স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ নেন। শীঘ্রই ১০ লক্ষ যুবসম্প্রদায়কে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও উল্লেখ করেন তিনি। এই প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষতা বিকাশের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। অনলাইন মাধ্যমে ১২-১৫ দিনের ভিত্তিতে এই প্রশিক্ষণ পর্ব চলবে। ইংরাজি ও হিন্দি – এই দুটি ভাষার মাধ্যমে এই প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে। পরবর্তীতে আঞ্চলিক ভাষায় প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এদিনের এই সূচনা অনুষ্ঠানে মন্ত্রকের সচিব শ্রীমতী ঊষা শর্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
CG/SS/SB
(Release ID: 1788068)
Visitor Counter : 211