স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯-এর প্রেক্ষিতে জনস্বাস্থ্য ক্ষেত্রে প্রস্তুতি এবং জাতীয় স্তরে কোভিড টিকাকরণের অগ্রগতি নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে পর্যালোচনা বৈঠকে ডাঃ মনসুখ মান্ডভিয়া

Posted On: 02 JAN 2022 2:46PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২ জানুয়ারি, ২০২২
 
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডভিয়া আজ ভার্চুয়াল পদ্ধতিতে কোভিড-১৯-এর প্রেক্ষিতে জনস্বাস্থ্য ক্ষেত্রে প্রস্তুতি এবং জাতীয় স্তরে কোভিড-১৯ টিকাকরণ অভিযানের অগ্রগতি নিয়ে রাজ্য স্বাস্থ্য মন্ত্রী তথা মুখ্যসচিব / অতিরিক্ত মুখ্যসচিবদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। কোভিডের নতুন প্রজাতি ওমিক্রনে আক্রান্তের সংখ্যা অভাবনীয় গতিতে বৃদ্ধি পাওয়া এবং ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণের ব্যাপারে সদ্য ঘোষিত সিদ্ধান্ত নিয়ে আলোনচার জন্য আজকের এই বৈঠক। বৈঠকের আহ্বায়ক কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রী রাজেশ ভূষণ। 
 
বৈঠকের শুরুতেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী বলেন, সারা বিশ্বজুড়ে বহু দেশ আগের তুলনায় এখন তিন থেকে চার গুণ বেশি হারে আক্রান্তের ঘটনা ঘটছে। কোভিডের নতুন প্রজাতি ওমিক্রন অত্যন্ত সংক্রামক, যা সমগ্র চিকিৎসা ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিতে পারে। এই প্রেক্ষিতে তিনি রাজ্যগুলিকে বর্তমান পরিস্থিতির সঙ্গে কোনরকম আপস না করে স্বাস্থ্য পরিকাঠামো ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন, যাতে ভারত কোভিড-১৯-এর প্রকোপ থেকে মুক্ত হতে পারে। 
 
ডাঃ মান্ডভিয়া আরও বলেন, কোভিডের বিভিন্ন প্রজাতি নির্বিশেষে প্রস্তুতি ও সুরক্ষামূলক ব্যবস্থা একই রকম রাখতে হবে। তিনি রাজ্যগুলিকে একেবারে তৃণমূলস্তরে নজরদারি ও কন্টেইনমেন্ট ব্যবস্থা আরও মজবুত করার ওপর জোর দেন। কোভিড আদর্শ আচরণ মেনে চলার ওপর জোর দিয়ে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসা পরিকাঠামো ক্ষেত্রে বাধা-বিপত্তিগুলি দ্রুত সমাধান করার জন্য রাজ্যগুলির প্রতি আহ্বান জানান। 
 
মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য প্রশাসনগুলি যে সংযম ও নিষ্ঠা দেখিয়েছে তার প্রশংসা করে ডাঃ মান্ডভিয়া বলেন, আমরা কোভিডের বিরুদ্ধে জোরদার লড়াই চালিয়েছি এবং এই লড়াইয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তা ওমিক্রন প্রজাতির বিরুদ্ধে লড়াইয়েও কাজে লাগাতে হবে। 
 
টিকাকরণ অভিযানের গুরুত্বের কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন আমাদের ১৫-১৮ বছর বয়সী যোগ্য সকলকে টিকা দিতে হবে, যাতে পরিকল্পনা মাফিক সমগ্র প্রক্রিয়া সুষ্ঠু ভাবে সম্পন্ন করা যায়। 
 
প্রথম ডোজ টিকাকরণে জাতীয় স্তরে ৯০ শতাংশ অগ্রগতির লক্ষ্য পূরণ হওয়ায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রয়াসের প্রশংসা করে ডাঃ মান্ডভিয়া বলেন, যে রাজ্যগুলিতে টিকাকরণের গতি তুলনামূলক কম সেখানে এই অভিযানের গতি বাড়াতে হবে। তিনি এই রাজ্যগুলিকে জাতীয় স্তরে গড় হার অর্জনে সাপ্তাহিক ভিত্তিতে পরিকল্পনা গ্রহণেরও পরামর্শ দেন। ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ অভিযান শুরু হতে চলার প্রাক্কালে ডাঃ মান্ডভিয়া বলেন, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জেলাওয়াড়ি টিকা গ্রহীতার সংখ্যার ভিত্তিতে আগাম টিকার ডোজ সংগ্রহ করতে হবে, যাতে টিকাকরণ অভিযানে কোনরকম বিঘ্ন না ঘটে। এজন্য তিনি কোউইন প্ল্যাটফর্মের সুবিধা নেওয়ার কথা বলেন। 
 
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশে টিকা উৎপাদন পরিকাঠামো বাড়াতে কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে। এই প্রেক্ষিতে তিনি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিজেদের অভিজ্ঞতা কেন্দ্রের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানান যাতে সমগ্র দেশ লাভবান হতে পারে। 
 
আজকের বৈঠকে নাগাল্যান্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, আসাম, হরিয়ানা, দিল্লি, ঝাড়খন্ড, বিহার ও ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রীরা ছাড়াও পশ্চিমবঙ্গের স্বাস্থ্য প্রতিমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য যোগ দেন। 
 
 
CG/BD/AS/


(Release ID: 1787015) Visitor Counter : 256