অর্থমন্ত্রক

কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন জি-২০ শিখর সম্মেলনে “একসঙ্গে পুনরুত্থান, শক্তিশালী পুনরুত্থান’ শীর্ষক বিষয়ের উপর বক্তব্য রেখেছেন

Posted On: 09 DEC 2021 2:29PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ ডিসেম্বর, ২০২১
 
কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন আজ ইন্দোনেশিয়ার পৌরোহিত্যে বালিতে আয়োজিত জি-২০ শিখর সম্মেলনে ভার্চ্যুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে “একসঙ্গে পুনরুত্থান, শক্তিশালী পুনরুত্থান” শীর্ষক বিষয়ের ওপর বক্তব্য রাখেন। তিনি বলেন, বিশ্ব অর্থনীতির একটি শক্তিশালী, সুস্থায়ী, ভারসাম্য পূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক পুনরুত্থানের প্রয়োজন। এতে সমস্ত দেশের সম্মিলিত অগ্রগতি নিশ্চিত অপরিহার্য। তিনি সাশ্রয়ী মূল্যে ও সকলের জন্য ন্যায়সঙ্গত টিকাকরণ সুনিশ্চিত করার ওপর জোর দেন। একই সঙ্গে শ্রীমতী সীতারমন জানান, ভারতে খুব অল্প সময়ের মধ্যেই ১২৫ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। এমনকি, ভারত ৯০টিরও বেশি দেশে ৭.২ কোটি টিকা সরবরাহ করেছে। 
কেন্দ্রীয় অর্থমন্ত্রী উন্নয়নের পথ মসৃণ করে তুলতে পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। শ্রীমতী সীতারমন জানান, সরকারের পুনর্গঠনের প্রচেষ্টায় সবুজ ক্ষেত্রে বিনিয়োগগুলি মুখ্য ভূমিকা পালন করবে। উন্নয়নশীল দেশগুলিকে জলবায়ু-ভিত্তিক অর্থনীতি, সবুজ প্রযুক্তির ক্ষেত্রে আরও উৎসাহিত করে তোলার আহ্বান জানান তিনি।  
 
CG/SS/SB


(Release ID: 1780193) Visitor Counter : 105