স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে ক্রমবর্ধমান ভাবে এ পর্যন্ত ১২৪.১০ কোটি করোনা প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে
গত ২৪ ঘন্টায় ৮০.৯৮ লক্ষ মানুষকে টিকার ডোজ দেওয়া হয়েছে
আরোগ্যের হার বর্তমানে হয়েছে ৯৮.৩৬ শতাংশ
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৫৪
ভারতে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা ৯৯,০২৩; যা ৫৪৭ দিন পর এক লক্ষের নিচে রয়েছে
সাপ্তাহিক ভাবে আক্রান্তের হার (০.৮৪%) বিগত ১৭ দিন ধরে যা ১ শতাংশের নিচে
प्रविष्टि तिथि:
01 DEC 2021 9:48AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০১ ডিসেম্বর, ২০২১
সারাদেশে গত ২৪ ঘন্টায় ৮০ লক্ষ ৯৮ হাজার ৭১৬ জনকে টিকা দেওয়া হয়েছে। কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হয়ে সামগ্রিকভাবে ১২৪.১০ কোটি অতিক্রম করেছে।
এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে মোট এপর্যন্ত সামগ্রিকভাবে ১২৪ কোটি ১০ লক্ষ ৮৬ হাজার ৮৫০ জনকে টিকা প্রদান করা হয়েছে। আজ সকাল ৭ টা পর্যন্ত এই রিপোর্ট পাওয়া গেছে।
এদিকে আজ সকাল ৭ টা পর্যন্ত পাওয়া রিপোর্টে জানা গেছে-
ভারতে এ পর্যন্ত ১ কোটি ০৩ লক্ষ ৮৩ হাজার ৮৬১ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৯৪ লক্ষ ৯৭ হাজার ৭১৬ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৮৩ লক্ষ ৭৯ হাজার ১০৫ জন কর্মী প্রথম ডোজ এবং ১ কোটি ৬৫ লক্ষ ০০ হাজার ৮৪৮ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ১৮-৪৪ বছর বয়সী ৪৫ কোটি ৯৪ লক্ষ ৯২ হাজার ৯৪৩ জন প্রথম ডোজ এবং ২২ কোটি ৫৬ লক্ষ ৫৪ হাজার ১৩৯ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, ৪৫-৫৯ বছর বয়সী ১৮ কোটি ৪৯ লক্ষ ৪৯ হাজার ৮৬৯ জন প্রথম ডোজ এবং ১২ কোটি ১০ লক্ষ ০৯ হাজার ০৯৭ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী ১১ কোটি ৫৮ লক্ষ ২৩ হাজার ১৯৩ জন প্রথম ডোজ পেয়েছেন।
দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭ কোটি ৯৩ লক্ষ ৯৬ হাজার ০৭৯ জন।
অর্থাৎ মোট ১২৪ কোটি ১০ লক্ষ ৮৬ হাজার ৮৫০ জন টিকার ডোজ পেয়েছেন।
করোনা প্রতিষেধক টিকা দান অভিযান নতুন পর্যায়ে সর্বজনীনভাবে ২১ জুন, ২০২১ থেকে শুরু হয়েছে। এই অভিযানকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে ভারত সরকার বদ্ধপরিকর।
গত ২৪ ঘন্টায় সারাদেশে মোট ১০ হাজার ২০৭ জন রোগী আরোগ্য হয়ে উঠেছেন।
করোনার জনিত অতিমারির শুরু থেকে এ পর্যন্ত ৩ কোটি, ৪০ লক্ষ, ২৮ হাজার ৫০৬ জন আরোগ্য হয়ে উঠেছেন। আরোগ্যের হার বর্তমানে দাঁড়িয়েছে ৯৮.৩৬ শতাংশ।
দেশে গত ২৪ ঘন্টায় ৮ হাজার ৯৫৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। বিগত ১৫৭ দিন ধরে দৈনিক আক্রান্তের হার ৫০ হাজারের নিচে রয়েছে। এজন্য কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারের ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে।
দেশে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ৯৯ হাজার ০২৩। বর্তমানে সুস্পষ্টভাবে আক্রান্তের পরিমাণ ০.২৯ শতাংশ। মার্চ-২০২০-র পর যা সর্বনিম্ন।
গত ২৪ ঘন্টায় দেশে মোট ১১,০৮,৪৬৭ টি নমুনা পরীক্ষা হয়েছে। এছাড়া সারাদেশে এ পর্যন্ত ৬৪ কোটি ২৪ লক্ষ (৬৪ কোটি ২৪ লক্ষ ১২ হাজার ৩১৫) নমুনা পরীক্ষা হয়েছে।
বর্তমানে সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ০.৮৪ শতাংশ। যা বিগত ১৭ দিন ধরে ১ শতাংশের নিচে। দৈনিক ভিত্তিতে এই হার আজ ০.৮১ শতাংশ। দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার গত ৫৮ দিন ধরে ২ শতাংশের নিচে রয়েছে। অন্যদিকে, দৈনিক ভিত্তিতে এই আক্রান্তের হার গত ৯৩ দিন ধরে ৩ শতাংশের নিচে রয়েছে।
CG/ SB
(रिलीज़ आईडी: 1777045)
आगंतुक पटल : 206