তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

আকাশবাণী #AIRNxt এর সূচনা করেছে

‘যুবক- যুবতীদের দ্বারা ও যুবক -যুবতীদের জন্য’ ভাবনায় আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন

Posted On: 29 NOV 2021 11:49AM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৯  নভেম্বর, ২০২১


    আকাশবাণী দেশের যুব সম্প্রদায়ের কন্ঠ প্রচারের জন্য এক অভূতপূর্ব পদক্ষেপ গ্রহণ করেছে। ২৮শে  নভেম্বর থেকে যুবক-যুবতীরা যাতে আকাশবাণীর স্টুডিওগুলি  ব্যবহার করে অনুষ্ঠান প্রচার করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আকাশবাণী কেন্দ্রে আগামী ৫২ সপ্তাহ স্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীরা বেতার অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। তাঁরা বিভিন্ন আলোচনায় যোগদান করবেন এবং যুব অনুষ্ঠানে অংশ নেবেন। স্বাধীনতার পর বিগত ৭৫ বছরে দেশ কি কি অর্জন করেছে সে বিষয়গুলি তুলে ধরা হবে এবং বিভিন্ন বিষয়ে দেশের কাছে যুবক-যুবতীদের কি কি প্রত্যাশা আছে  তা জানানোর জন্য এই অনুষ্ঠানে তাঁরা মতামত জানাবেন।

     ১ হাজারটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০ হাজার ছেলে মেয়ে আগামী এক বছর ধরে নানা অনুষ্ঠান তৈরি করবেন, সেগুলি আকাশবাণীর ১৬৭টি কেন্দ্রের মাধ্যমে  আজাদি কা অমৃত মহোৎসব পালনের অঙ্গ হিসেবে নতুন বেতার অনুষ্ঠান #AIRNxt মাধ্যমে প্রচারিত হবে। যেসব কন্ঠ এর আগে কখনও বেতারে শোনা যায়নি সেইসব কন্ঠ এই অনুষ্ঠানে স্থান পাবে।

     হাজার হাজার যুবক-যুবতী দেশের শত শত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই অনুষ্ঠানগুলি তৈরি করবেন। সব ভারতীয় ভাষা এবং উপভাষায় #AIRNxt সম্প্রচারিত হবে।   


CG/CB/NS


(Release ID: 1776298) Visitor Counter : 184