প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে পেটর ফিয়ালা দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রীর অভিনন্দন

Posted On: 28 NOV 2021 8:37PM by PIB Kolkata

 নতুনদিল্লি, ২৮শে নভেম্বর, ২০২১ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মিঃ পেটর ফিয়ালাকে অভিনন্দন জানিয়েছেন। 

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;

“ চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় পেটর ফিয়ালা, আপনাকে অভিনন্দন। ভারত-চেক সম্পর্ককে আরো শক্তিশালী করতে আপনার সঙ্গে কাজ করবার প্রত্যাশায় রইলাম।“ 

 

CG/CB/SFS


(Release ID: 1776037) Visitor Counter : 169