প্রধানমন্ত্রীরদপ্তর

অষ্টাদশ ভারত - আসিয়ান শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বক্তব্য

Posted On: 28 OCT 2021 2:29PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ অক্টোবর, ২০২১

 

মহামহিম,

ভদ্রমহোদয় / ভদ্রমহোদয়াগণ,

নমস্কার! 

এবছরও আমরা আমাদের চিরাচরিত ফ্যামেলি ফটো তুলতে পারিনি। কিন্তু ভার্চুয়াল পদ্ধতিতে আমরা প্রথামাফিক আসিয়ান - ভারত শিখর সম্মেলন আয়োজন অব্যাহত রাখতে পেরেছি। ২০২১-এ আসিয়ানের সভাপতি হিসেবে সফল ভাবে দায়িত্ব পালনের জন্য ব্রুনেইয়ের সুলতানকে আমি অভিনন্দন জানাই। 

মহামহিম,

ভদ্রমহোদয় / ভদ্রমহোদয়াগণ,

কোভিড-১৯ মহামারীর জন্য আমরা সকলেই বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কিন্তু এই চ্যালেঞ্জপূর্ণ সময় অন্যদিকে ভারত - আসিয়ান বন্ধুত্বের পরীক্ষাও নিয়েছে। কোভিডের সময় থেকে আমাদের পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতি ভবিষ্যতে আমাদের বন্ধনকে আরও মজবুত করবে। সেই সঙ্গে ভারত ও আসিয়ান দেশগুলির মানুষের মধ্যে সৌজন্যের ভিত্তি হয়ে উঠবে। ভারত ও আসিয়ানের মধ্যে হাজার বছরের পুরানো যে প্রাণবন্ত সম্পর্ক রয়েছে, তা ইতিহাসে প্রতিফলিত। এই সম্পর্ক আমাদের অভিন্ন মূল্যবোধ, পরম্পরা, ভাষা, প্রাচীন গ্রন্থ, স্থাপত্য, সংস্কৃতি এবং খাদ্যাভ্যাসের মধ্যেও যথার্থ ফুটে ওঠে। আর একারণে আসিয়ানের সঙ্গে আমাদের একতা ও আত্মকেন্দ্রিকতা সর্বদাই ভারতের কাছে অগ্রাধিকার পেয়ে এসেছে। আসিয়ান দেশগুলির এই ভূমিকা এবং ভারতের পূবে তাকাও নীতি সমগ্র এই অঞ্চলের নিরাপত্তা ও অগ্রগতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতের ভারত - প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগ এবং আসিয়ানের ভারত - প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিভঙ্গি সমগ্র ভারত - প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমাদের অভিন্ন মূল্যবোধ এবং পারস্পরিক সহযোগিতার কাঠামো হয়ে উঠেছে। 

মহামহিম,

ভদ্রমহোদয় / ভদ্রমহোদয়াগণ,

২০২২-এ আমাদের অংশীদারিত্বের তিন দশক পূর্ণ হবে। একই সঙ্গে ভারতও স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী পূর্ণ করবে। আমি অত্যন্ত আনন্দিত যে, আমরা গুরুত্বপূর্ণ এই মাইলফলক আসিয়ান - ভারত মিত্রতার বর্ষ হিসেবে উদযাপন করবো। কম্বোডিয়ার নেতৃত্বে আসিয়ানের সভাপতিত্বে এবং আমাদের দেশের কো-অডিনেটর বা তত্ত্বাবধায়ক হিসেবে সিঙ্গাপুরের সঙ্গে একযোগে এই সম্পর্ককে আরও নিবিড় করে তুলতে ভারত অঙ্গিকারবদ্ধ। আমি আপনাদের সকলের মতামত শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। 

অনেক ধন্যবাদ!

বিশেষ দ্রষ্টব্য : এটি প্রধানমন্ত্রীর বক্তব্যের আক্ষরিত তর্জমা নয়। মূল ভাষণ হিন্দিতে দেওয়া হয়েছিল।


CG/BD/AS/



(Release ID: 1768536) Visitor Counter : 165