বিদ্যুৎমন্ত্রক

কেন্দ্রীয় স্তরের উৎপাদন স্টেশনগুলির অবন্টিত বিদ্যুৎ নিজস্ব গ্রাহকদের বিদ্যুৎ চাহিদা মেটাতে ব্যবহারের জন্য রাজ্যগুলিকে বলা হয়েছে

Posted On: 12 OCT 2021 11:09AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ অক্টোবর, ২০২১

 

বিদ্যুৎ মন্ত্রকের নজরে এসেছে যে, কয়েকটি রাজ্য গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করছে না এবং এর ফলে লোডশেডিং হচ্ছে। একই সঙ্গে এই রাজ্যগুলি বিদ্যুৎ বিনিময় ব্যবস্থায় বেশি দামে সেই বিদ্যুৎ বিক্রি করছে। বিদ্যুৎ বন্টন নীতি-নির্দেশিকা অনুযায়ী কেন্দ্রীয় উৎপাদন স্টেশনগুলি থেকে ১৫ শতাংশ বিদ্যুৎ অবন্টিত ক্ষেত্রের বিদ্যুৎ হিসেবে সঞ্চয় করে রাখা হয়। প্রয়োজনে এই বিদ্যুৎ ঘাটতিপূর্ণ রাজ্যগুলিতে গ্রাহকদের চাহিদা মেটাতে বন্টন করা হয়। 

প্রাথমিক ভাবে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্টন সংস্থাগুলির এক্তিয়ারে পড়ে। বিদ্যুৎ বন্টন সংস্থাগুলি তার নিজস্ব গ্রাহকদের দিবা-রাত্রী বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব পালন করে। তাই বিদ্যুৎ বন্টন সংস্থাগুলি বিদ্যুৎ নীতির বিনিময়ের সুবিধা নিয়ে গ্রাহকদের বঞ্চিত করে সেই বিদ্যুৎ বিক্রি করতে পারে না। এই প্রেক্ষিতে রাজ্যগুলিকে অনুরোধ করা হয়েছে, সংশ্লিষ্ট রাজ্যের গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহের জন্য কেন্দ্রীয় স্তরের অবন্টিত বিদ্যুৎ খরচ করতে। আরও বলা হয়েছে, অতিরিক্ত বিদ্যুতের বিষয়ে কেন্দ্রীয় সরকারকে জানাতে, যাতে যে রাজ্যগুলিতে বিদ্যুৎ ঘাটতি রয়েছে, সেখানে তা বন্টন করা যায়। 

যদি জানা যায় যে, কোন রাজ্য তার গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ না করে বিদ্যুৎ বন্টন নীতির সুবিধা নিয়ে সেই বিদ্যুৎ অধিক দামে বিক্রি করছে, তাহলে সংশ্লিষ্ট রাজ্যকে সরবরাহ করা কেন্দ্রীয় স্তরের অবন্টিত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে এবং তা বিদ্যুৎ ঘাটতিপূর্ণ রাজ্যগুলিতে সরবরাহ করা হবে। 

 

CG/BD/AS/



(Release ID: 1763293) Visitor Counter : 173