স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ৯৫ কোটি ৮৯ লক্ষ ছাড়িয়েছে


দেশে গত ২৪ ঘণ্টায় ৬৫ লক্ষ ৮৬ হাজারেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.০৪ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে এ যাবৎ সর্বাধিক

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩১৩

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ১৪ হাজার ৯০০, যা মোট আক্রান্তের ০.৬৩ শতাংশ

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.৪৮ শতাংশ, যা গত ১০৯ দিন ৩ শতাংশের নীচে

Posted On: 12 OCT 2021 9:42AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ অক্টোবর, ২০২১

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৬৫ লক্ষ ৮৬ হাজার ৯২। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ৯৫ কোটি ৮৯ লক্ষ ৭৮ হাজার ৪৯।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,০৩,৭৫,৪২৪

 

৯০,৩৬,৫৮৩

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৮৩,৫৯,২৫৯

 

,৫৩,৯৮,৮৫৭

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৩৮,৬৮,২০,২৬১

 

১০,৪০,৭৩,৫৪৬

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১৬,৬১,৫৬,৪২৪

 

,৩৮,৭৬,৩৬২

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১০,৪৮,৬৯,২০২

 

,০০,১২,১৩১

 

মোট

 

৯৫,৮৯,৭৮,০৪৯

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৬ হাজার ৫৭৯ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৩ কোটি ৩৩ লক্ষ ২০ হাজার ৫৭।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.০৪ শতাংশ, যা ২০২০’র মার্চ থেকে এ যাবৎ সর্বাধিক।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলেই গত ১০৭ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩১৩ জন, যা দৈনিক-ভিত্তিতে গত ২২৪ দিনে সর্বনিম্ন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ২ লক্ষ ১৪ হাজার ৯০০, যা গত ২১২ দিনে সর্বনিম্ন এবং মোট আক্রান্তের ০.৬৩ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১১ লক্ষ ৮১ হাজার ৭৬৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৫৮ কোটি ৫০ লক্ষ ৩৮ হাজার ৪৩টি।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.৪৮ শতাংশ, যা গত ১০৯ দিন ৩ শতাংশের নীচে। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.২১ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ৪৩ দিন ৩ শতাংশের নীচে রয়েছে এবং গত ১২৬ দিন ৫ শতাংশের নীচে।

 

CG/BD/SB



(Release ID: 1763291) Visitor Counter : 127