তথ্যওসম্প্রচারমন্ত্রক

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর তথ্য ও গণতন্ত্র বিষয়ক শীর্ষ সম্মেলনে ভাষণ দিয়েছেন

প্রেস ইনফরমেশন ব্যুরো ভুয়ো প্রতিবেদন ও সংবাদ খন্ডন করতে সক্রিয় ভাবে সচেতন রয়েছে: শ্রী ঠাকুর

Posted On: 25 SEP 2021 11:08AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫ সেপ্টেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর গতকাল তথ্য ও গণতন্ত্র বিষয়ক শীর্ষ সম্মেলনে ভাষণ দিয়েছেন। ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি আয়োজিত এই সম্মেলন নিউইয়র্কে অনুষ্ঠিত হয়। লাদাখের লে থেকে তিনি এক রাউন্ড টেবিল বৈঠকে অংশ নেন।

রাউন্ড টেবিল বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, " সারা বিশ্ব অতিমারির সাথে লড়াই করছে। 'ইনফোডেমিক' মোকাবিলা করার কাজটি সদস্য দেশ গুলির কাছে একটি চ্যালেঞ্জ হিসেবে উপস্থাপনা করেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইনফোডেমিকের সমস্যাটি সর্বোচ্চ স্তরে সমাধান করা হয়েছে। তথ্য ও গণতন্ত্রের জন্য আন্তর্জাতিক অংশীদারী হয়ে তার প্রতিষ্ঠাতা সদস্য এবং স্বাক্ষরকারী হতে পেরে আমরা আনন্দিত"।

কেন্দ্রীয় মন্ত্রী জানান, অতিমারির সময় ভারত দ্বৈত তথ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। সামাজিক মাধ্যম এবং অন্যান্য স্মার্টফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভ্রান্তিকর ও ভুল তথ্য পরিবেশন করা হয়েছিল।

ইনফোডেমিক বিষয়ে ভারতের দ্রুত প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা সভায় উপস্থিত শ্রোতাদের অবহিত করে শ্রী ঠাকুর বলেন," ভারত সরকার এই চ্যালেঞ্জ গুলিকে দ্রুত এবং সহজতর যোগাযোগের মাধ্যমে মোকাবেলা করেছে। সবটাই হয়েছে বিজ্ঞান ও সত্যের ওপর ভিত্তি করে। ভুল তথ্য, ভুয়ো খবর এবং অসত্য বিবৃতি মোকাবিলা করা হয়েছে। করোনা নিয়ে দৈনিক প্রেস ব্রিফিং-এর ফলে টেলিভিশন নিউজ, প্রিন্ট মিডিয়া, রেডিও এবং সামাজিক মাধ্যমগুলিতে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে।"

কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেছেন যে, ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো ভুয়ো প্রতিবেদন ও সংবাদ খন্ডন করতে সক্রিয় ভাবে সচেতন রয়েছে।

তিনি বলেন, " একটি স্বচ্ছ, সময়োপযোগী এবং বিশ্বাসযোগ্য সংবাদ প্রবাহ গণতন্ত্রকে আরও শক্তিশালী করে। আমাদের নাগরিকদের সিদ্ধান্ত গ্রহণের জন্য অবগত করে। ভারত এটাই বিশ্বাস করে"।

ইউনাইটেড নেশনস জেনারাল অ্যাসেম্বলি এবছর ২৪ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত 'গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি উইক' হিসাবে ঘোষণা করেছে। শ্রী ঠাকুর বলেন, 'আমরা অত্যন্ত আনন্দিত যে ভারত কোর গ্রুপের মধ্যে রয়েছে।'ইউনেস্কোর এইরকম একটি প্রস্তাবে ভারত কোস্পন্সর হিসেবে রয়েছে।

পটভূমি-

দ্যা ইন্টারন্যাশনাল পার্টনারশিপ ফর ইনফর্মেশন অন্ড ডেমোক্রেসি, ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রতিষ্ঠিত।

 

CG/ SB



(Release ID: 1758052) Visitor Counter : 141